Advertisement
E-Paper

উজালায় ৩০০ কোটি সাশ্রয়, রক্ষা পরিবেশের

কেন্দ্রীয় সরকারের এলইডি আলো সংক্রান্ত ‘উজালা’ যোজনায় প্রথমে যোগ দিতে রাজি ছিল না রাজ্য। পরে আপত্তি কাটিয়ে সাধারণ আলোর বদলে এলইডি বাল্‌ব ও টিউব লাগানোর রাস্তা ধরে তারা। তাতে বছরে ৩০০ কোটি টাকারও বেশি সাশ্রয় করতে চলেছে রাজ্য সরকার।

পিনাকী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭ ০২:৫৬

সোনায় সোহাগার মতোই কার্যত দাঁড়াচ্ছে ব্যাপারটা। আর্থিক সাশ্রয় এবং পরিবেশ রক্ষা একই সঙ্গে।

কেন্দ্রীয় সরকারের এলইডি আলো সংক্রান্ত ‘উজালা’ যোজনায় প্রথমে যোগ দিতে রাজি ছিল না রাজ্য। পরে আপত্তি কাটিয়ে সাধারণ আলোর বদলে এলইডি বাল্‌ব ও টিউব লাগানোর রাস্তা ধরে তারা। তাতে বছরে ৩০০ কোটি টাকারও বেশি সাশ্রয় করতে চলেছে রাজ্য সরকার।

তথ্য বলছে, জুলাই পর্যন্ত রাজ্যে যত বাল্‌ব ও টিউব লাগানো হয়েছে, তার জেরে পশ্চিমবঙ্গে উত্তুঙ্গ গরমের সময়ে ২১০ মেগাওয়াটের মতো কম বিদ্যুৎ লাগবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের কাছে এই তথ্য এসেছে। বিদ্যুতের পাশাপাশি বছরে রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলির সাশ্রয় হবে ৩০০ কোটিরও বেশি টাকা। বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রাও কমবে সাত হাজার টনের মতো। দূষণ কমে বাঁচবে পরিবেশ।

২০১৬ সালের নভেম্বর থেকে শুরু করে মাত্র আট মাসের মধ্যে রাজ্যে যত এলইডি বাল্‌ব ও টিউব লাগানো হয়েছে, তাতে এমনই সুফল পেতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের বিদ্যুৎকর্তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের মোট বিদ্যুৎ-গ্রাহকের অর্ধেক এখনও এলইডি বাল্‌ব লাগাননি। সকলেই এলইডি ব্যবহার করলে লাভের অঙ্ক আরও কয়েক গুণ বেড়ে যাবে।

প্রথম দিকে ‘উজালা’ যোজনায় যোগ না-দেওয়ার কারণ হিসেবে নবান্নের বক্তব্য ছিল, কেন্দ্রের কাছ থেকে কেনা এলইডি বাল্‌ব ও টিউব গ্রাহকদের মধ্যে বণ্টন করে সেই টাকা বিলের সঙ্গে আদায় করার মধ্যে যথেষ্ট ঝুঁকি রয়েছে। সেই আর্থিক দায় নিতে চায়নি রাজ্য। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রককে তারা জানিয়ে দেয় এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড (ইইএসএল) নিজেদের উদ্যোগে এলইডি বাল্‌ব ও টিউব বিক্রির ব্যবস্থা করলে তারা সহযোগিতা করতে পারে। বেশ কিছু দিন এই টালবাহানা চলার পরে, গত বছরের শেষে ওই কেন্দ্রীয় সংস্থা এ রাজ্যে এলইডি বাল্‌ব বিক্রি শুরু করে। তত দিনে গুজরাত, মহারাষ্ট্রের মতো রাজ্য এই বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে দেরিতে শুরু করলেও অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গও উজালা প্রকল্পে ভাল ফল পেতে চলেছে।

জুলাই পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় সরকারের দরে এলইডি বাল্‌ব (নয় ওয়াট) বিক্রি হয়েছে ৫৬ লক্ষের বেশি। আর টিউব বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৩১ লক্ষ। সেই হিসেবেই ইইএসএল মনে করছে, বিদ্যুৎ এবং আর্থিক দিক থেকে রাজ্যের বিপুল লাভ হবে। এক বিদ্যুৎকর্তা জানাচ্ছেন, সিইএসসি এলাকা বাদ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন এলাকাতেই এখন গ্রাহক-সংখ্যা দেড় কোটির বেশি। গ্রামীণ বিদ্যুদয়নের ফলে আগামী দিনে সংখ্যা আরও কিছুটা বাড়বে। ফলে এলইডি আলো বিক্রির একটা বড় বাজার তৈরির সম্ভাবনা রয়েছে। আর সেই বাজার যত বাড়বে, বিদ্যুৎ সংস্থাগুলির আর্থিক সাশ্রয়ও বৃদ্ধি পাবে।

UJALA scheme Ujala Yojana State Government উজালা Environment LED Bulb
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy