Advertisement
E-Paper

সাইকেল মেরামতির প্রশিক্ষণ দেবে রাজ্য

সবুজ সাথী প্রকল্পে স্কুলের পড়ুয়াদের সাইকেল বিলি করছে রাজ্য সরকার। এ বার সাইকেল মেরামতির জন্য রাজ্যে ফি বছর ৩ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই, রাজ্যে সাইকেল শিল্পের জন্য বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৭
শিলিগুড়িতে সবুজ সাথী সাইকেল বিলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: বিশ্বরূপ বসাক।

শিলিগুড়িতে সবুজ সাথী সাইকেল বিলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: বিশ্বরূপ বসাক।

সবুজ সাথী প্রকল্পে স্কুলের পড়ুয়াদের সাইকেল বিলি করছে রাজ্য সরকার। এ বার সাইকেল মেরামতির জন্য রাজ্যে ফি বছর ৩ হাজার যুবক-যুবতীকে প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই, রাজ্যে সাইকেল শিল্পের জন্য বিনিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

সরকারি সূত্রে জানা গিয়েছে, সবুজ সাথী প্রকল্পের সাইকেল আসছে রাজ্যের বাইরে থেকে। বিভিন্ন জেলায় নিয়ে গিয়ে তা জুড়ে জুড়ে স্কুলগুলিতে বিলি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অনেক সাইকেল লাগছে। তাই কেউ সাইকেল শিল্প করতে চাইলে, সরকার তাঁকে সহযোগিতা করবে। মুখ্যমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়েছে বণিক মহলও। তবে তাঁরা জানান, উত্তরবঙ্গে সাইকেলের রিং, চাকা, স্পোক-সহ নানা যন্ত্রাংশের কারখানা রয়েছে। সেই সমস্ত ছোট ছোট বিনিয়োগকারীদের সরকারি সাইকেল বিলির উদ্যোগে সামিল করলে, স্থানীয় শিল্পপতিরা উৎসাহিত হবেন।

বুধবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী তিনটি স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল বিলি করে সবুজ সাথী প্রকল্পের দ্বিতীয় দফার সূচনা করেন। সেই মঞ্চেই তিনি বলেন, ‘‘হাজার হাজার সাইকেল আসছে। সেগুলি মেরামত, রক্ষণাবেক্ষণও দরকার। তাই প্রতি বছর ‘স্কিল ডেভলপমেন্টে’র আওতায় ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে।’’ তাঁর বক্তব্য, তাতে কর্মসংস্থানও হবে।

সরকারি সূত্রের খবর, রাজ্যের আইটিআইগুলিতে হাতে কলমে নানা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। তেমন ভাবেই বিশেষ সরকারি প্রকল্পের আওতায় এনে ছেলেমেয়েদের সাইকেল মেরামতি-সহ নানা প্রশিক্ষণ দেওয়া হবে। তার পরে ভবিষ্যতে সরকারি আর্থিক সাহায্য বা ব্যাঙ্ক ঋণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে হবে। কিছু দিনের মধ্যেই এই প্রশিক্ষণের সূচনা হবে বলে সরকারি সূত্র জানিয়েছে। চূড়ান্ত রূপরেখা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

এ দিন, শিক্ষাশ্রী প্রকল্পে তফসিলিদের স্কলারশিপ ৫০০-৫৫০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করার কথাও ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

cycle state repair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy