Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Arabul Islam

বুকে ব্যথা, এসএসকেএমে ভর্তি আরাবুল

ভাঙড়ে জমি রক্ষা কমিটির মিছিলে হাফিজুল মোল্লাকে খুনের অভিযোগে পুলি‌শ তাঁকে গ্রেফতার করে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ২১:২০
Share: Save:

বুকে ব্যথা নিয়ে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে ভর্তি হলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। শনিবার তাঁকে ভর্তি করা হয়েছে এই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে।

ভাঙড়ে জমি রক্ষা কমিটির মিছিলে হাফিজুল মোল্লাকে খুনের অভিযোগে পুলি‌শ তাঁকে গ্রেফতার করে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন।

এ দিন বিকেলে তিনি আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে কড়া নিরাপত্তায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ বারের পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে আরাবুল ও তাঁর ছেলে হাকিবুল গ্রাম পঞ্চায়েত আসনে জয়ী হলেও ভাঙড়ে জমি কমিটির কাছে শোচনীয় হার হয়েছে তৃণমূলের।

আরও পড়ুন: দিনভর বৈঠক, ভাঙড় থানায় বসেই ঘুঁটি সাজাচ্ছেন আরাবুল ইসলাম

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE