Advertisement
০১ মে ২০২৪

হাইকোর্টে কর্মবিরতি ১৮ই পর্যন্ত

টানা ৪৪ দিন তাঁরা কাজ বন্ধ রেখেছেন কলকাতা হাইকোর্টে। সেই কর্মবিরতির মেয়াদ ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিলেন উচ্চ আদালতের আইনজীবীরা। বিচারপতি নিয়োগের ব্যাপারে সন্তোষজনক অগ্রগতি না-হওয়ায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সংগঠন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০৩:৫০
Share: Save:

টানা ৪৪ দিন তাঁরা কাজ বন্ধ রেখেছেন কলকাতা হাইকোর্টে। সেই কর্মবিরতির মেয়াদ ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিলেন উচ্চ আদালতের আইনজীবীরা। বিচারপতি নিয়োগের ব্যাপারে সন্তোষজনক অগ্রগতি না-হওয়ায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সংগঠন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।

কর্মবিরতির জেরে বিচারপ্রার্থীদের দুর্ভোগ আরও বাড়ল বলেই মনে করছে কৌঁসুলি শিবিরের একাংশ। কর্মবিরতি চলছে ১৯ ফেব্রুয়ারি থেকে। মেয়াদ ফের বাড়ানোয় মৌলিক অধিকার সংক্রান্ত মামলাগুলির ভাগ্য অনির্দিষ্ট কালের জন্য ঝুলে থাকল বলে মনে করছে তারা। আইনজীবীদের
একাংশের বক্তব্য, কেন্দ্রীয় আইন মন্ত্রক হাইকোর্টে কিছু দিন আগে নতুন তিন বিচারপতিকে নিযুক্ত করেছে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম সম্প্রতি হাইকোর্টেরই পাঁচ আইনজীবীকে বিচারপতি হিসেবে নিযুক্ত করার জন্য কাছে সুপারিশ করেছে। এর পরেও কর্মবিরতি প্রত্যাহার না-করলে মানুষ সংবিধান স্বীকৃত বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবেন।

বার অ্যাসোসিয়েশনের একাধিক সদস্য অবশ্য এ দিন জানান, নতুন বিচারপতিদের নাম সুপারিশ করলেই হবে না। আইন মন্ত্রক থেকে তাঁদের নিয়োগের চিঠি আসতে হবে। সেই চিঠি এলেই তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেবেন। সংগঠনের সভাপতি উত্তম মজুমদার জানান, কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সর্বসম্মত। সংখ্যাগরিষ্ঠ সদস্য যা ঠিক করেছেন, তা তিনি অমান্য করতে পারেন না। ১৯ এপ্রিল ফের বৈঠক হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE