Advertisement
০৫ মে ২০২৪

মানুষই ভাঙবে অফিস: বিজেপি

একটা সময় তৃণমূলের অনুব্রত বনাম বিজেপির জেলা-নেতা দুধকুমার মণ্ডলের চাপান-উতোরে তেতে উঠেছিল বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি। এ দিন সায়ন্তনের সঙ্গে অনুব্রতর তরজা সে স্মৃতি উস্কে দিয়েছে অনেকের মনে।

হুঁশিয়ারি: বুধবার সিউড়িতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক  সায়ন্তন বসু। নিজস্ব চিত্র

হুঁশিয়ারি: বুধবার সিউড়িতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক  সায়ন্তন বসু। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০৪:২৩
Share: Save:

দলের নেতা কালোসোনা মণ্ডলের উপরে হামলার ২৪ ঘণ্টার মধ্যে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিল বিজেপি।

বুধবার সিউড়িতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘ওঁরা (তৃণমূল) যদি ভাবেন হিংসা দিয়ে সব জিতে যাবেন, তা হলে মূর্খের স্বর্গে বাস করছেন। যে ভাবে ওঁরা আগুন জ্বালাচ্ছেন, সবার আগে নিজেরাই পুড়বেন।’’ তাঁর হুঁশিয়ারি, ‘‘এর পরে হিংসা ছড়ালে তার দায় বিজেপি নেবে না। গ্রামের মানুষ মনোনয়ন দিতে না পারলে এক জন তৃণমূল কর্মীর বাড়িও ঠিকঠাক থাকবে না। গ্রামের মানুষ তৃণমূলের একটা অফিসও আস্ত রাখবে না।’’ যদিও তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া, ‘‘ওদের লোক আছে তো? পরে আবার বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা ঘরে ঢুকতে দিচ্ছে না!’’

একটা সময় তৃণমূলের অনুব্রত বনাম বিজেপির জেলা-নেতা দুধকুমার মণ্ডলের চাপান-উতোরে তেতে উঠেছিল বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি। এ দিন সায়ন্তনের সঙ্গে অনুব্রতর তরজা সে স্মৃতি উস্কে দিয়েছে অনেকের মনে।

মনোনয়ন জমা করতে গিয়ে শাসক দলের বাধার মুখে পড়তে হচ্ছে তাঁদের নেতাকর্মীদের— মঙ্গলবার জেলাশাসকের দফতরে তেমনই নালিশ জানাতে গিয়েছিলেন বিজেপি নেতা কালোসোনা মণ্ডল। অভিযোগ, সে সময় তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীর অস্ত্রে তিনি জখম হন।

আরও পড়ুন: মনোনয়নপত্র তোলাকে ঘিরে বোমা-গুলি, রণক্ষেত্র রায়গঞ্জ

‘পরিস্থিতি’র মোকাবিলায় দল কী চিন্তা-ভাবনা করছে, এ দিন সিউড়িতে জানান সায়ন্তন। কিন্তু তাঁর মন্তব্য জেনে অনুব্রত বলেন, ‘‘আমাদের সব পার্টি অফিস ভেঙে দেবে! বিরাট মস্তান, ভয়ঙ্কর মস্তান। বাংলার না গোটা দেশের মস্তান বলব!’’ বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উড়িয়ে তাঁর বক্তব্য, ‘‘এক মাস আগে বলেছিলাম মশারি কিনতে, যাতে একটি মশাও ঢুকতে না পারে। আর আছে উন্নয়ন। রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে এবং থাকবে। মানুষ নয়।’’

এ দিকে, কালোসোনা-কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শেরু ওরফে শেখ সিদ্দিককে মঙ্গলবার রাতে সিউড়ির রুটিপাড়া থেকে ধরে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারাত্মক ভাবে আঘাত করা, বেআইনি জমায়েত, অস্ত্র আইন-সহ একাধিক জামিন-অযোগ্য ধারা দিয়েছে পুলিশ। বুধবার ধৃতকে সিউড়ির সিজেএম আদালতে তোলা হয়। এক ‘ল-ক্লার্ক’-এর মৃত্যুতে আইনজীবীদের কর্মবিরতি চলছিল এ দিন। বিচারকের কাছে নিজেই জামিন চান শেরু। মুখ্য বিচারবিভাগীয় ম্যজিস্ট্রেট প্রকাশচন্দ্র বর্মন
তাঁকে ১৪ দিন জেল-হেফাজতে রাখার নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE