নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পর্যালোচনা শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, কাল, বুধবার জেলাভিত্তিক এই পর্যালোচনা বৈঠক শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুরের নেতাদের সঙ্গে। দলীয় সূত্রে খবর, এই বৈঠকে সংশ্লিষ্ট জেলার ভারপ্রাপ্ত নেতা ও বাছাই করা জনপ্রতিনিধিদের ডাকা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বুধবারের ওই বৈঠকে উপস্থিত থাকার কোনও বার্তা যায়নি। বিভিন্ন বিষয়ে দলের অন্দরে যে টানাপড়েন চলছে, তাতে শেষ পর্যন্ত অভিষেককে ছাড়াই জেলা স্তরের প্রস্তুতি বৈঠক চলতে থাকলে তা তৃণমূলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)