Advertisement
E-Paper

আলুর আগুন নেভাতে রফতানির শর্ত শিথিল

দীর্ঘ টানাপড়েনের পরে কিঞ্চিৎ পিছু হটে বাসভাড়া বাড়ানোর সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য সরকার। প্রায় একই ভাবে অনেক টালবাহানার শেষে আলু-সমস্যার মোকাবিলায় কিছুটা পিছু হটল তারা। আলু-বাজারের আগুন নেভাতে সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হল দু’দিক থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০২

দীর্ঘ টানাপড়েনের পরে কিঞ্চিৎ পিছু হটে বাসভাড়া বাড়ানোর সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য সরকার। প্রায় একই ভাবে অনেক টালবাহানার শেষে আলু-সমস্যার মোকাবিলায় কিছুটা পিছু হটল তারা। আলু-বাজারের আগুন নেভাতে সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হল দু’দিক থেকে।

• ব্যবসায়ীদের আবেদন মেনে ভিন্ রাজ্যে আলু পাঠানোর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

• সরকারকে বাধ্যতামূলক ভাবে যে-পরিমাণ আলু দেওয়ার শর্ত বেঁধে দেওয়া হয়েছিল, তা-ও শিথিল করা হয়েছে নবান্নে শুক্রবারের বৈঠকে।

ভাড়া বাড়াব না বলে গোঁ ধরে থেকে রাজ্য সরকার যাত্রিসাধারণকে অশেষ দুর্গতির মধ্যে ফেলে দিয়েছিল। একই ভাবে আলু নিয়ে সরকারের গা-জোয়ারির ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রায় এক মাস ধরে কখনও হুমকি-হুঁশিয়ারি দিয়ে, কখনও পড়শি রাজ্যের সীমানা থেকে আলুভর্তি লরি ফিরিয়ে এনে, কখনও বা আটক আলু কম দামে বাজারে সরবরাহ করেও আলুর দাম আমজনতার ধরাছোঁয়ার মধ্যে আনতে পারেনি সরকার। উল্টে বাজারের চাহিদা-জোগানের স্বাভাবিক তত্ত্বকে গায়ের জোরে নিয়ন্ত্রণ করতে গিয়ে জটিল থেকে জটিলতর হয়েছে আলু-সমস্যা। অবশেষে পরিস্থিতি বিচার করে এ দিন আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে কিছুটা হলেও পিছু হটল কৃষি বিপণন দফতর। ঠিক যেমনটা হয়েছে বাসভাড়ার ক্ষেত্রে।

সরকার শর্ত শিথিল করলেও ক্রেতারা তার সুবিধা কবে পাবেন, তা অনিশ্চিত। কারণ, আলু ব্যবসায়ীদের সঙ্গে লাগাতার টানাহেঁচড়ার নিট ফল, দিন চারেক আগেও যেখানে কলকাতা এবং শহরতলির বিভিন্ন বাজারে জ্যোতি আলু ২০-২২ টাকা কিলোগ্রাম দরে বিকোচ্ছিল, বুধবার থেকে সেটাই কোথাও কোথাও ২২-২৩ টাকায় পৌঁছে গিয়েছে। এবং অদূর ভবিষ্যতে খোলা বাজারে আলুর দাম কমার যে সম্ভাবনা নেই, এমনকী ‘সরকারি’ আলুর দামও যে বাড়বে, তার ইঙ্গিত মিলেছে নবান্নে ব্যবসায়ীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এ দিনের বৈঠকে।

সম্ভাবনা নেই কেন?

নবান্ন সূত্রের খবর, সরকার এত দিন ১২ টাকা কেজি দরে আলু কিনে ১৪ টাকায় বিক্রি করত। এ বার থেকে ১৩ টাকা কেজি দরে আলু কিনতে হবে সরকারকে। যদিও সেই আলু ১৪ টাকা, নাকি ১৫ টাকায় বিক্রি করা হবে তা চূড়ান্ত হয়নি। তবে এটা ঠিক যে, সরকারকেই কেজিতে এক টাকা বেশি দিয়ে আলু কিনতে হবে।

এ দিনের বৈঠকের পরে ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা তথা টাস্ক ফোর্সের সদস্য দিলীপ প্রতীহার বলেন, “সরকারকে আমরা ১৩ টাকা কেজি দরে প্রতিদিন ২০০ মেট্রিক টন অর্থাৎ ২০ লরি আলু দেব। ২০টি লরিতে ২০০ বস্তা আলু থাকবে। তবে তার দাম ১৪ টাকা কেজি হবে না ১৫, তা এখনও ঠিক হয়নি। পুজো পর্যন্ত এই বন্দোবস্তই চলবে।” কিছু ব্যবসায়ীর বক্তব্য, একের পর এক শর্ত বেঁধে যে বাজারের উপরে নিয়ন্ত্রণ আনা যাবে না, এত দিনে এই সারসত্যটা বুঝেছে সরকার। তাই খানিকটা সম্মানজনক সমাধানেরই পথ খুঁজছিল নবান্ন।

এ দিনের বৈঠকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতারা মুখ্যমন্ত্রীকে বলেন, ভিন্ রাজ্যে আলু পাঠাতে না-পারলে পশ্চিমবঙ্গের নিজস্ব বাজার ক্ষতিগ্রস্ত হবে। হিমঘরে যে-পরিমাণ আলু রয়েছে, তার রফতানি বন্ধ করে দিলে বছরের শেষে অভাবী বিক্রিও করতে হতে পারে ব্যবসায়ী ও চাষিদের। এই পরিস্থিতিতে রাজ্যের জন্য প্রয়োজনীয় আলু রেখে বাইরে পাঠালে কোনও সমস্যা হবে না। মুখ্যমন্ত্রী জানান, তিনি ব্যবসায়ীদের ক্ষতি চান না। তবে রাজ্যের মানুষ যাতে কম দামে আলু পান, সেটা নিশ্চিত করতে হবে ব্যবসায়ীদেরই। তার পরেই সিদ্ধান্ত হয়, সোমবার থেকে ভিন্ রাজ্যে আলু পাঠানোর ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ঠিক কত আলু রফতানি করা যাবে, তা ঠিক করে দেবে সরকার। ব্যবসায়ীরা তাতে রাজি হন। সরকার সিদ্ধান্ত নিয়েছে, দক্ষিণবঙ্গের দু’টি সীমানা দিয়ে প্রতিদিন ১১০০ টন আলু ওড়িশা ও ঝাড়খণ্ডে পাঠানো যাবে। পরিবর্তে সরকারকে দিনে ২০০ টন আলু দেবেন ব্যবসায়ীরা।

দিন দশেক আগে, টাস্ক ফোর্সের বিগত বৈঠকে সরকার জানিয়েছিল, ব্যবসায়ীরা ৭০০ টন আলু ভিন্ রাজ্যে পাঠাতে পারবেন। বিনিময়ে ৩০০ টন আলু দিতে হবে সরকারকে। আলু ব্যবসায়ীরা ওই শর্তের বিরোধিতা করে কর্মবিরতির পথে হাঁটায় খোলা বাজারে আলুর জোগান কমে যায়। কৃষি বিপণন দফতরের এক কর্তা জানান, টাস্ক ফোর্সের পরবর্তী বৈঠক ২৪ অক্টোবর। তত দিন ভিন্ রাজ্যে আলু পাঠানোর অনুমতি বহাল থাকবে। নবান্নের খবর, উত্তরবঙ্গের আলু ব্যবসায়ীরা ধর্মঘটে সামিল হননি। এতে খুশি হয়ে তাঁদের অসমে আলু পাঠানোর অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

assembly by-election election dipendu samik nirmal basu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy