কলকাতা পুলিশের বিনোদনমূলক অনুষ্ঠানে উর্দি পরে এক পুলিশকর্মীর নাচ ঘিরে এ বার প্রশ্ন উঠল বিধানসভার স্থায়ী কমিটিতেও। ওই ঘটনায় উর্দির অবমাননা হয়েছে ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো প্রয়োজন, এই মর্মে কমিটিতে প্রস্তাব পাশ করানোর দাবি উঠেছে। স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান অবশ্য সোমবারের বৈঠকে ছিলেন না। তাঁর উপস্থিতিতে ওই দাবি ফের কমিটির সামনে পেশ করা হবে বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন।
নেতাজি ইন্ডোরে সম্প্রতি পুলিশেরই আয়োজিত বিনোদন অনুষ্ঠানে বলিউড তারকা তথা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের সঙ্গে উর্দি পরে নেচেছিলেন কলকাতা পুলিশের এক মহিলা কনস্টেবল। উর্দি পরে এমন কাজ সমীচীন নয় বলে সরব হয়েছিলেন একাধিক প্রাক্তন পুলিশ-কর্তা ও প্রাক্তন সেনা-কর্তা। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার পুুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থের উপস্থিতিতে ওই ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। সেই ঘটনার পরে বিধানসভায় এ দিনই প্রথম বৈঠক ছিল স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির। উর্দি পরিহিত পুলিশকর্মীর নাচের ছবি সংবলিত সংবাদপত্রের কাটিং নিয়ে বৈঠকে সরব হন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। তাঁর বক্তব্য ছিল, বিনোদনমূলক অনুষ্ঠানে পুলিশকর্মীরা নাচ-গানে অংশ নিতেই পারেন। তাতে আপত্তি বা অন্যায়ের কিছু নেই। কিন্তু উর্দি পরে এমন কাজ যে করা যায় না।
কমিটির চেয়ারম্যান, তৃণমূল বিধায়ক কে পি সিংহ দেও এ দিনের বৈঠকে ছিলেন না। চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা। তিনি পরে বলেন, “কংগ্রেস বিধায়ক ওই ঘটনা নিয়ে প্রস্তাব পাশের দাবি করেছেন। কমিটির চেয়ারম্যান এলে পরবর্তী বৈঠকে এই নিয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হবে।” প্রাক্তন মন্ত্রী নূরে আলম চৌধুরী, বিধায়ক তমোনাশ ঘোষের মতো কমিটির তৃণমূল সদস্যেরা অবশ্য এ দিন মনোজবাবু দাবি জানানোর সময় পাল্টা কোনও কথা বলেননি বলেই কমিটি সূত্রের খবর।