Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সিপি-র ঘরনিকে দলে টেনে উজ্জীবিত বিজেপি

রাজ্য রাজধানীর পুলিশ কমিশনারের অন্দরমহলেও ঢুকে পড়ল বিজেপি! বৃহস্পতিবার কলকাতায় দলের রাজ্য সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দিলেন শর্মিষ্ঠা কর পুরকায়স্থ। আর তার পরেই এমন দাবি জানাল বিজেপি। কারণ, শর্মিষ্ঠাদেবী কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থের স্ত্রী! এবং বিজেপি-তে যোগ দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন, যাদবপুর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে সিপি যা ব্যাখ্যা দিয়েছিলেন, তার সঙ্গে তিনি সহমত নন।

শর্মিষ্ঠা কর পুরকায়স্থ

শর্মিষ্ঠা কর পুরকায়স্থ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৩১
Share: Save:

রাজ্য রাজধানীর পুলিশ কমিশনারের অন্দরমহলেও ঢুকে পড়ল বিজেপি!

বৃহস্পতিবার কলকাতায় দলের রাজ্য সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দিলেন শর্মিষ্ঠা কর পুরকায়স্থ। আর তার পরেই এমন দাবি জানাল বিজেপি। কারণ, শর্মিষ্ঠাদেবী কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থের স্ত্রী! এবং বিজেপি-তে যোগ দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন, যাদবপুর-কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে সিপি যা ব্যাখ্যা দিয়েছিলেন, তার সঙ্গে তিনি সহমত নন।

রাজ্যের বেশ কিছু প্রাক্তন আইএএস এবং আইপিএস-কে ইতিমধ্যে দলে নিয়েছে বিজেপি। তাঁদের অনেকে ভোটেও লড়েছেন। কিন্তু কলকাতা পুলিশের শীর্ষ কর্তার ঘরনিকে দলে টেনে আনার ঘটনা এই প্রথম! শর্মিষ্ঠাদেবী যে ভাবে নিজের মেয়ে-সহ সমস্ত মহিলার নিরাপত্তা ও সম্ভ্রম বাঁচানোর লড়াইয়ের জন্য তাঁদের দলকেই উপযুক্ত জায়গা বলে বর্ণনা করেছেন, তাতে প্রশাসনের বিড়ম্বনাই বাড়ল বলে বিজেপি নেতৃত্ব মনে করছেন। রাজ্যে নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে শর্মিষ্ঠাদেবী বলেন, “যা সব কাণ্ড হচ্ছে, তাতে বিজেপি-তেই যোগ দেওয়া উচিত বলে মনে হয়েছে।”

জোড়াবাগান এলাকার একটি স্কুলের অধ্যক্ষা, ডক্টরেট শর্মিষ্ঠাদেবী এ দিন যাদবপুর-কাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে ওই বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির ঘটনাটির প্রতি ইঙ্গিত করে বলেছেন, “সব নারীর যা মত, আমারও তা-ই মত। আমারও মেয়ে আছে। তার ৭ বছর বয়স। আমার দেরিতে সন্তান হয়েছে। আগে জন্মালে তার এখন ১৮ বছর বয়স হতো। আমার মেয়ের সঙ্গে এমন হলে কী হতো?” যাদবপুর-কাণ্ড নিয়ে পুলিশ কমিশনারের বক্তব্যকে বিজেপি ঠিক বলে মনে করে না। তাঁর মত কী? শর্মিষ্ঠাদেবীর জবাব, “পুলিশ কমিশনারের বক্তব্য...আপনারা তো বুঝতেই পারছেন! এক জন মা এবং নারী হিসাবে আমার কাছে বিজেপির বক্তব্যটা সত্য।” সুরজিৎবাবুর নেতৃত্বে কলকাতা পুলিশ কি আইনশৃঙ্খলা, নারীর মর্যাদা রক্ষা করতে ব্যর্থ? শর্মিষ্ঠাদেবী বলেন, “আলাদা করে কিছু বলছি না। তবে মানুষের আস্থা হারাচ্ছে সব কিছুর উপরে।”

শর্মিষ্ঠাদেবীর মন্তব্যকে হাতিয়ার করে প্রত্যাশিত ভাবেই সরকারকে বিঁধেছেন রাহুলবাবু। তাঁর বক্তব্য, “রাজ্যের স্বেচ্ছাচারিতায় অসন্তুষ্ট হয়ে পুলিশ কমিশনারের ঘরের লোকের মতোই রাজ্যের অন্য মহিলারাও নিরাপত্তার স্বার্থে বিজেপি-তে আসতে চাইছেন।” শর্মিষ্ঠাদেবীর যোগদান বিজেপি-কে বাড়তি অক্সিজেন দিল বলেও মনে করছেন রাহুলবাবু।

তাঁর স্বামী রাজ্য প্রশাসনের শীর্ষ আমলা। তিনি বিজেপি-তে যোগ দেওয়ায় পরিবারে সমস্যা হবে না? শর্মিষ্ঠাদেবীর জবাব, “প্রত্যেক মানুষের পৃথক মত পোষণ করার ব্যক্তিস্বাধীনতা আছে। একই বাড়িতে বাবা, মা, ছেলে, মেয়ে কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিএম নানা দল করতেই পারেন!” তাঁর এই সিদ্ধান্তে পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করতে সুরজিৎবাবুর অসুবিধা হবে না? শর্মিষ্ঠাদেবী বলেন, “সেটা ওঁকেই জিজ্ঞাসা করুন।” সুরজিৎবাবু অবশ্য তাঁর ঘরের ব্যাপারে মুখ খুলতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE