ইউরোপে সংক্রমণ ফের কমতে শুরু করেছে। ওমিক্রন-ঢেউয়ে ব্রিটেন, ফ্রান্সের মতো কিছু দেশে সংক্রমণ মারাত্মক আকার নিলেও প্রাণহানির ঘটনা গোটা মহাদেশেই। এ অবস্থায় স্পেন জানিয়েছে, কোভিড-১৯ ক্রমশ ফ্লু হয়ে যাচ্ছে। এর সঙ্গেই বাঁচতে হবে।
ব্রিটেনের শিক্ষামন্ত্রী নাদিম জাহাউইও সম্প্রতি জানিয়েছেন, সে দেশে অতিমারি ক্রমশ ‘এনডেমিক’-এর চেহারা নিচ্ছে। অর্থাৎ আঞ্চলিক সাধারণ অসুখ। বাসিন্দারা সংক্রমিত হচ্ছেন ঠিকই, কিন্তু হাসপাতালে ভর্তি হতে হচ্ছে হাতেগোনা সামান্য কিছু মানুষকে। মৃত্যুর ঘটনা নেই বললেই চলে। বিষয়টি মাথায় রেখে স্পেন সরকার করোনা-বিধির কড়াকড়ি ফের কমানোর কথা ভাবছে। খোদ প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ় জানিয়েছেন এ কথা।
ব্রিটেন, ফ্রান্স টিকাকরণে জোর দিলেও ইউরোপের অনেক দেশে এখনও কোভিডের টিকাকরণ বাধ্যতামূলক নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ সম্প্রতি হুমকির সুরে বলেছিলেন, ‘‘টিকা না নিলে জীবন দুর্বিসহ করে দেওয়া হবে।’’ এ শুধু মুখের কথা নয়, কাল একটি নতুন আইন পাশ হয়েছে ফ্রান্সে। এতে টিকা নেননি এমন ব্যক্তি রেস্তরাঁ, স্টেডিয়াম-সহ আরও বেশ কিছু জায়গায় ঢুকতে পারবেন না। কিন্তু আইনপ্রণেতাদের অনেকেই বিরোধিতা করেন। শেষে ন্যাশনাল অ্যাসেম্বলির ভোট হয়। ২১৫-৫৮ ভোটে জিতে আইন বলবৎ হয়েছে রবিবার। টিকাকরণের শংসাপত্র না-থাকলে রেস্তরাঁ বা অন্যান্য বদ্ধ জায়গাগুলি থেকে ফিরে যেতে হবে টিকাহীন ব্যক্তিকে।