ঘুমনোর চাকরির কথা তো শুনেছেন! যেখানে ম্যাট্রেস কোম্পানি টানা কয়েক ঘণ্টা ঘুমনোর জন্য টাকা দেয়। সফল ভাবে ঘুমতে পারলেই মোটা মাইনে। সেই চাকরি না পাওয়ার কথা ভেবে যাঁরা আফসোস করছিলেন, তাঁদের জন্য তার থেকেও মজাদার চাকরি রয়েছে! অবাক হবে না, বসে বসে পিৎজা খেতে খেতে নেটফ্লিক্স দেখার চাকরির সুযোগ রয়েছে আপনার জন্য।
আমেরিকার এক ওয়েবসাইট ‘বোনাস ফাইন্ডার’ ৯ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল পিৎজা ডে’-তে এই কাজের সুযোগ দিচ্ছে। যেখানে নেটফ্লিক্সে ৩টি শো দেখতে হবে। সেই সঙ্গে খেতে হবে পিৎজা। শেষে তাঁকে পিৎজা এবং ওই শোগুলি সম্পর্কে বিস্তারিত মতামত দিতে হবে। আর এমন আরামের কাজের জন্য পাবেন ৫০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩৬ হাজার টাকা)। বোনাস ফাইন্ডারের ওয়েবসাইটে এই ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: শাড়ি পরেই ব্যাক ফ্লিপ, পারুলের একের পর এক ভিডিয়ো ভাইরাল