Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
Mountaineer

দু’টো পা হারিয়েও এভারেস্টজয়ী হরি

নেপাল প্রশাসন সূত্রের খবর, শুক্রবার বিকেলের দিকে এভারেস্ট জয় করেছেন হরি। হাঁটু থেকে দু’টো পা নেই তাঁর।

An image of the Mountaineer

হরি বুধামাগর। ছবি: সমাজমাধ্যম।

সংবাদ সংস্থা
কাঠমান্ডু শেষ আপডেট: ২২ মে ২০২৩ ০৮:৩২
Share: Save:

কথায় বলে, ইচ্ছে থাকলে উপায় হয়। সেই ইচ্ছে আর অদম্য জেদের জোরে দু’টো পা হারিয়েও এভারেস্টের চূড়া ছুঁলেন নেপালের হরি বুধামাগর।

নেপাল প্রশাসন সূত্রের খবর, শুক্রবার বিকেলের দিকে এভারেস্ট জয় করেছেন হরি। হাঁটু থেকে দু’টো পা নেই তাঁর। এমন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ শিখর ছোঁয়ার রেকর্ড পর্বতারোহণের ইতিহাসে প্রথম বলে মনে করছে নেপালের প্রশাসন।

৪৩ বছরের হরি ব্রিটিশ-গোর্খা বাহিনীর প্রাক্তন সেনা। ২০১০ সালে আফগানিস্তানে যুদ্ধে হাঁটু থেকে দু’টো পা হারিয়েছেন তিনি। এর পর লাগানো হয় কৃত্রিম পা। বিশ্বের সর্বোচ্চ শিখর ছোঁয়া হরির বহু দিনের স্বপ্ন। যুদ্ধে দু’টো পা হারিয়ে এক সময় ধাক্কা খেয়েছিল সেই স্বপ্ন। পরে কৃত্রিম পা নিয়েই তা সত্যি করার কথা ভেবেছেন হরি। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পর্বতারোহণ সংক্রান্ত একটি আইন। ২০১৭ সালে চালু হওয়া ওই আইনে বলা হয়, অন্ধ, দু’টি পা নেই এমন কেউ বা একা কেউ পর্বতারোহণ করতে পারবেন না। এভারেস্টের ক্ষেত্রেও জারি হয় সেই নিয়ম। তার ফলে হরির সর্বোচ্চ শৃঙ্গ জয়ের স্বপ্ন এক রকম থমকে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত হার মানেননি তিনি। আইনের দরজার শুরু হয় নতুন লড়াই। সেই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন জানান হরি ও অন্যান্যরা। ২০১৮ সালে আইনটি বাতিল করে সুপ্রিম কোর্ট। তার পর থেকে কঠোর প্রস্তুতি নিয়েছেন প্রাক্তন ওই সেনাকর্মী। মনের জোর আর কঠোর পরিশ্রমের জেরে কৃত্রিম পা নিয়েই আজ ইতিহাস গড়েছেন হরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE