রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার এক বৈঠকে গাজ়ায় যুদ্ধবিরতি নিয়ে একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। এই নিয়ে ষষ্ঠ বার গাজ়ার যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটো দিল আমেরিকা। ওই প্রস্তাবে গাজ়ায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। পাশাপাশি, হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে বন্দিদের মর্যাদার সঙ্গে অবিলম্বে ও নিঃশর্ত ভাবে মুক্তির শর্তও দেওয়া হয়েছিল প্রস্তাবে। বৃহস্পতিবারের ওই বৈঠকে গাজ়ার পরিস্থিতিকে ‘বিপর্যস্ত’ বলে বর্ণনা করে অবরুদ্ধ গাজ়া ভূখণ্ড থেকে ইজ়রায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং অবাধে ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাওবলা হয়েছিল।
জানা গিয়েছে, স্থায়ী-অস্থায়ী মিলিয়ে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে নির্বাচিত ১০ সদস্য দেশ প্রস্তাবটি তৈরি করে। পরে ভোটাভুটিতে ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টি সদস্য রাষ্ট্র খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিলেও আমেরিকা ভেটো দেওয়ার ফলে গাজ়ায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবটি বাতিল হয়ে যায়। ইজ়রায়েল এবং হামাসের মধ্যে প্রায় দু’বছর ধরে চলা যুদ্ধে নিরাপত্তা পরিষদে এই নিয়ে উত্থাপিত ছ’টি প্রস্তাবের ভোটাভুটিতে প্রত্যেক বারই ভেটো দিল আমেরিকা।
মধ্যপ্রাচ্যের আমেরিকান রাষ্ট্রদূত মরগান ওর্টাগাসের দাবি, হামাসের নিন্দা জানানো বা ইজ়রায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য এই প্রস্তাব যথেষ্ট নয়। আমেরিকা বারবার গাজ়ায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেওয়ায় ট্রাম্প প্রশাসনের অন্দরেও ক্ষোভ তৈরি হয়েছে। এমনকি ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্য ম্যাকগভার্ন সরাসরিই ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, ‘‘গাজ়ায় যা চলছে, তা ইজ়রায়েলের তৈরি গণহত্যা। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করা উচিত।’’ বিরোধী বহু ডেমোক্র্যাট সদস্যের পাশাপাশি একাধিক রিপাবলিকান সদস্যও গাজ়ায় ইজ়রায়েলের গণহত্যার বিরোধিতায় ক্রমশ সুর চড়াতে শুরু করেছেন।
বৃহস্পতিবার ভোটের আগে রাষ্ট্রপুঞ্জে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কাস ল্যাসেন বলেন, “গাজ়ার দুর্ভিক্ষের বিষয়টি এখন একটি নিশ্চিত ঘটনা। কোনও অনুমান নয়, কোনও ঘোষণা নয়— এটা নিশ্চিত।” তিনি আরও বলেন, “ইজ়রায়েল গাজ়ায় সামরিক অভিযানের তীব্রতা দিন দিন বাড়াচ্ছে, যা সেখানকার সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়িয়ে চলেছে। এই পরিস্থিতিতে এই মানবিক বিপর্যয় এবং মানবিক ব্যর্থতাই আমাদের আজকের পদক্ষেপ করতে বাধ্য করেছে।”
যুদ্ধবিরতিতে আমেরিকার বার বার ভেটোর প্রসঙ্গ তুলে শুক্রবার রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ফু কং বলেন, “আমেরিকা ফের তাদের ভেটো ক্ষমতার অপব্যবহার করেছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)