Advertisement
E-Paper

পাকিস্তান সরকারকে আক্রমণ আরও এক সংবাদপত্রে

জঙ্গি দমন নিয়ে প্রশাসনের অন্দরে মতভেদের কথা ফাঁস করে নওয়াজ শরিফ সরকার ও পাক সেনার কোপে পড়েছেন সাংবাদিক সিরিল আলমেইডা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০৩:১২
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

জঙ্গি দমন নিয়ে প্রশাসনের অন্দরে মতভেদের কথা ফাঁস করে নওয়াজ শরিফ সরকার ও পাক সেনার কোপে পড়েছেন সাংবাদিক সিরিল আলমেইডা। পাক সরকার তাঁর বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে দেশের ভিতরেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। সেই সুর ক্রমশ তীব্র হচ্ছে। পাক সংবাদমাধ্যম কিছুটা নজিরবিহীন ভাবেই পাক সরকারকে তুলোধনা করছে। সরকার অবশ্য এখনও অনড়। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জঙ্গিদমন প্রশ্নে সরকার ও সংবাদমাধ্যমের এমন লড়াইয়ের নজির পাক ইতিহাসে বিরল।

‘ডন’ সংবাদপত্রে সম্প্রতি এক নিবন্ধে সিরিল জানিয়েছেন, এক গোপন বৈঠকে জঙ্গি দমন প্রশ্নে গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান রিজওয়ান আখতারকে সরাসরি তোপ দেগেছেন নওয়াজ শরিফের ভাই তথা পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। সিরিলের দাবি, ওই বৈঠকে শাহবাজ গুপ্তচর সংস্থার প্রধানকে মুখের উপর বলে দেন, জঙ্গি নেতারা গ্রেফতার হলে আইএসআই নানা কলকাঠি নেড়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। এই খবর প্রকাশ হতেই সিরিল তথা ‘ডন’-এর উপরে খড়্গহস্ত হয়েছে শরিফ সরকার ও সেনা। পাল্টা ‘ডন’ জানিয়ে দিয়েছে, তারা বিভিন্ন সূত্র থেকে খবরের সত্যতা যাচাই করেছে। পুরোদস্তুর পেশাদারিত্বের সঙ্গেই ওই খবর তারা প্রকাশ করেছে। আজ ‘ডন’-এর পাশে দাঁড়িয়ে সরকারকে তুলোধনা করেছে পাকিস্তানের আর একটি জনপ্রিয় দৈনিক ‘দ্য নেশন’। তাদের প্রশ্ন, মাসুদ আজহার আর হাফিজ সইদের মতো জঙ্গি নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না কেন? এতে জাতীয় নিরাপত্তার সঙ্কট হবে বলে সরকার যে যুক্তি দিয়েছে, তাকে উড়িয়ে ‘দ্য নেশন’ বলেছে, এমন যুক্তি হজম করা অসম্ভব। ‘ডন’-এর পাশে দাঁড়িয়ে ‘দ্য নেশন’ জানাচ্ছে, সাংবাদিকদের জ্ঞান না দিয়ে সরকার আর সেনা বরং দেশের কথা ভাবুক। সিরিল আলমেইডাকে হেনস্থা করে তারা প্রমাণ করছে যে, পাকিস্তানে বিশ্বে সত্যিই কোণঠাসা।

ঝড়ের মুখেও অবশ্য মত বদলের ইঙ্গিত দিচ্ছে না শরিফ সরকার। বরং আজ অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসার বলেন, ‘‘আগাগোড়া ভুল এই নিবন্ধের জন্য জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সিরিল বিদেশে যাচ্ছিলেন। তাই নিষেধাজ্ঞা জারি হয়েছে।’’ তাঁর আশ্বাস, ‘‘দিন তিন-চারেকের মধ্যে তদন্ত শেষ হয়ে যাবে। তখন সিরিলের বিদেশে যাওয়ায় বাধা থাকবে না।’’

Newspaper Criticized Pakistan Govt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy