ইজ়রায়েলি আগ্রাসনের মুখে প্যালেস্টাইনকে যখন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার তোড়জোড় করছে বিশ্বের বহু দেশ, তখন সেই পরিকল্পনাকে বানচাল করতে ওয়েস্ট ব্যাঙ্কে উপনিবেশ গড়ার কথা ঘোষণা করলেন ইজ়রায়েলের অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোট্রিচ। আজ তিনি ঘোষণা করেছেন, ‘‘ওয়েস্ট ব্যাঙ্কে বহু প্রতীক্ষিত ই-১ উপনিবেশ গড়ে তোলার কাজ শীঘ্রই শুরু হবে। এ বিষয়ে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’জনেরই সম্মতি রয়েছে।’’ যদিও দুই রাষ্ট্রনেতা আনুষ্ঠানিক ভাবে এই নিয়ে এখনও কিছু ঘোষণা করেননি।
শুধু ওয়েস্টব্যাঙ্কে উপনিবেশ গড়া নয়, ইজ়রায়েলের মানচিত্র সম্প্রসারণের পরিকল্পনা যে আরও গভীর, তা নেতানিয়াহুর সাম্প্রতিক একটি মন্তব্যে প্রকাশ পেয়েছে। কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বলেছিলেন, বৃহত্তর ইজ়রায়েল গড়ার স্বপ্ন তাঁর হৃদয় জুড়ে রয়েছে। এই বৃহত্তর ইজ়রায়েল বলতে নেতানিয়াহু পূর্ব জেরুসালেম, ওয়েস্ট ব্যাঙ্ক, গাজ়া, সিনাই উপদ্বীপ, গোলান হাইটস্ এবং সংলগ্ন আরব দেশগুলির অংশ বিশেষকে বুঝিয়েছেন। নেতানিয়াহুর মন্তব্যে প্রবল আপত্তি জানিয়েছে সৌদি আরব-সহ পশ্চিম এশিয়ার দেশগুলি। কাতার, মিশর, জর্ডন, ইয়েমেন, সৌদির সরকার এই মন্তব্যের বিরোধিতা করে জানিয়েছে, প্যালেস্টাইনিদের নিজভূমে বসবাসের পূর্ণ অধিকার রয়েছে। এ ভাবে অন্য ভূ-খণ্ড অধিগ্রহণের পরিকল্পনা বেআইনি, ভয়ঙ্কর এবং উস্কানিমূলক। তা এলাকার শান্তি এবং আঞ্চলিক স্থিতাবস্থার বিরোধী।
অন্য দিকে, গাজ়ায় হামলা জারি রেখেছে ইজ়রায়েল। গত ২৪ ঘণ্টায় সেখানে ৪৯ জন নিহত হয়েছে। যার মধ্যে অন্তত ১৭ জন ত্রাণ নিতে যাওয়া সাধারণ মানুষ। ওই সময়ে অনাহারে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গাজ়ার স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, অনাহার ও অপুষ্টিতে সেখানে এখনও পর্যন্ত ২৪০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১০৭টি শিশু। গত মার্চ থেকে গাজ়ায় ত্রাণ ঢোকা কার্যত বন্ধ করে দিয়ে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করেছে ইজ়রায়েলি সেনা। আজ যৌথ ভাবে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলি খোলা চিঠি দিয়ে জানিয়েছে, নতুন নিয়মের জাল ফেঁদে গাজ়ার সীমান্তে লক্ষ লক্ষ ডলারের ত্রাণ নিয়ে আসা ট্রাক আটকে দিয়েছে ইজ়রায়েলি সেনা। মিশর আর জর্ডনের সীমান্তে গুদামঘরে পড়ে রয়েছে বহুমূল্যের খাবার, পানীয় জল, ওষুধ, নির্মাণ সামগ্রীর মতো অতি প্রয়োজনীয় ত্রাণসামগ্রী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)