শিশুদের পোলিয়োর টিকা দিতে গিয়ে আবার জঙ্গি হামলার শিকার হল পাক স্বাস্থ্যকর্মীদের কনভয়। সোমবার সকালে পাক খাইবার-পাখতুনখোয়া প্রদেশের ওই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা ছ’জন পুলিশকর্মী নিহত হয়েছেন। গুরুতর আহতের সংখ্যা অন্তত ২৭।
ঘটনার পিছনে পাক বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবানের কোনও গোষ্ঠী রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পাক সংবাদপত্র ‘দ্য ডন’ জানাচ্ছে, বাজ়াউর জেলায় মামুন্দ তহশিলে পোলিয়োকর্মী এবং তাঁদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা যখন পোলিয়োকেন্দ্রে যাচ্ছিলেন, সে সময় তাঁদের কনভয়ে জোরালো আইইডি বিস্ফোরণ ঘটনো হয়।
আরও পড়ুন:
বাজ়াউর জেলার পুলিশ প্রধান (ডিপিও) কাশিফ জুলফিকার জানিয়েছেন, বিস্ফোরণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কনভয়ে থাকা পুলিশকর্মীদের ট্রাক। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই পাক তালিবানের একটি কট্টরপন্থী অংশ পোলিয়ো টিকাকরণ কর্মসূচির বিরোধিতা করছে। এর আগেও পোলিয়ো-টিমের উপর হামলার ঘটনা ঘটেছে। তাই আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশের জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে পুলিশি পাহারায় পোলিয়ো টিকাকরণ কর্মসূচি চালাতে হয়।