Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Brazil News

ভূতের ভয়ে প্রাসাদ ছাড়লেন ব্রাজিলের প্রেসিডেন্ট

অনেকটা এলাকা জুড়ে বিরাট প্রাসাদ। প্রাসাদের মধ্যে রয়েছে বিশাল সুইমিং পুল, মেডিক্যাল সেন্টার, খেলার মাঠ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ১৬:১০
Share: Save:

অনেকটা এলাকা জুড়ে বিরাট প্রাসাদ। প্রাসাদের মধ্যে রয়েছে বিশাল সুইমিং পুল, মেডিক্যাল সেন্টার, খেলার মাঠ। ব্রাজিলের স্থপতি অক্সার নেইমায়ের নকশায় ব্রাসিলিয়ায় গড়ে উঠেছে সে দেশের প্রেসিডেন্টের বাসভবন। নাম ‘অ্যালোভোরাদা’। কিন্তু ভূতের ভয়ে বাধ্য হয়ে সেই বাড়িই পাল্টে ফেললেন ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টেমের।

টেমেরের দাবি ওই প্রাসাদে ভূতের উপদ্রব। তাঁর দাবি ঘিরে সমগ্র ব্রাজিলেই চাঞ্চল্য ছড়িয়েছে। চলতি সপ্তাহেই রাজনৈতিক মহলকে চমকে দিয়ে প্রাক্তন বিউটি কুইন তথা স্ত্রী মার্সেলাকে সঙ্গে নিয়ে প্রাসাদ ছেড়েছেন টেমের। স্ত্রী ও সাত বছরের সন্তানকে নিয়ে প্রেসিডেন্ট ফিরে এসেছেন আয়তনে অপেক্ষাকৃত ছোট ভাইস প্রেসিডেন্টের বাসভবনে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী টেমের বলেছেন, ‘‘আমার ওখানে অদ্ভুত কিছু মনে হয়েছে। প্রথম রাত থেকেই আমি ঘুমোতে পারিনি। কেমন যেন গা ছমছম করে। ওখানে যে শক্তি রয়েছে তা শুভ নয়।’’

আরও পড়ুন: ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অ্যাটর্নি প্রীত ভারারা বরখাস্ত

টেমের জানান, তাঁর স্ত্রীও এমনটাই মনে করেন। শুধুমাত্র তাঁদের সাত বছরের সন্তান মিচেলজিনহো কোনও অভিযোগ করেনি। কয়েকদিন আগেই টেমের জানিয়েছিলেন, তিনি প্রেসিডেন্টের জন্য বরাদ্দ ‘অ্যালোভোরাদা’ প্যালেসে থাকবেন না। ফিরে যাবেন আগের প্যালেসে। সেইমতো ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন যেখানে থাকতেন সেই ‘জাবারু’ প্যালেসেই ফিরে যান। জানা গিয়েছে, মার্সেলা ওঝা ডেকে ‘ক্ষতিকারক শক্তি’কে তাড়াতে চেয়েছিলেন। কিন্তু তাতে কোনও ফল হয়নি।

গত বছর প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ইমপিচমেন্টের আগে পর্যন্ত জাবুরু প্রাসাদেই থাকতেন তখনকার ভাইস প্রেসিডেন্ট টেমের। দিলমার ইমপিচমেন্টের পর স্বাভাবিকবাভেই প্রেসিডেন্ট হয়েছেন তিনি। কিন্তু ভাইস প্রেসিডেন্টের পদে এখনও কেউ নিযুক্ত হননি। ফলে তাঁর বাসভবনে ফিরতে কোনও অসুবিধা হয়নি টেমেরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brazil Ghost Michel Temer Brazilian President
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE