Advertisement
০৪ মে ২০২৪

চিনা সাইবার হামলায় টালমাটাল অ্যাপল স্টোর

প্রবল সাইবার হামলায় বিপর্যয়ের মুখে অ্যাপলের অ্যাপ স্টোর। অন্তত ৪০০০ অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অ্যাপল সূত্রের খবর। উইচ্যাট, দিদিট্যাক্সি’র মতো ২৫টি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৫
Share: Save:

প্রবল সাইবার হামলায় বিপর্যয়ের মুখে অ্যাপলের অ্যাপ স্টোর। অন্তত ৪০০০ অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অ্যাপল সূত্রের খবর। উইচ্যাট, দিদিট্যাক্সি’র মতো ২৫টি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন। অ্যাপল জানিয়েছে, চিনা হ্যাকারদের হামলাতেই এই নাজেহাল দশা অ্যাপ স্টোরের।

স্মার্ট ফোনের দুনিয়ায় বিপ্লব আনা অ্যাপলের অ্যাপ স্টোরে বেশ কিছু অ্যাপ্লিকেশনে গড়বড় দেখা দিচ্ছে বলে সাইবার নিরাপত্তা সংস্থাগুলি আগেই জানিয়েছিল। জোবসের সংস্থা কখনও স্বীকার করেনি সে কথা। কিন্তু, অবস্থা এখন অত্যন্ত গুরুতর। তাই এ বার অ্যাপল কর্তৃপক্ষ নিজে থেকেই জানাচ্ছেন, চিনা হ্যাকারদের হামলা বিপদ ডেকে এনেছে সংস্থার ‘ই-গুদাম ঘর’-এ।

কী ভাবে হামলা হল অ্যাপলের স্টোরে? ‘এক্সকোডঘোস্ট’ নামে একটি ম্যালওয়‌্যারের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে অ্যাপলকে জানিয়েছে সংস্থার সাইবার নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক সংস্থা। চরেদের কায়দায় লুকিয়ে অ্যাপ স্টোরে ঢুকে পড়েছে এই ম্যালওয়্যার। আসলে চিনা সফটওয়‌্যার নির্মাতারা এমন অনেক স্মার্ট ফোন অ্যাপ বাজারে ছেড়েছে যার মধ্যে লুকানো রয়েছে ‘এক্সকোডঘোস্ট’। অ্যাপ স্টোরে যে মুহূর্তে ঠাঁই পেয়েছে ওই সব চিনা অ্যাপ, সেখানে ঢুকে পড়েছে ‘এক্সকোডঘোস্ট’ও। তার পর ছড়িয়ে পড়েছে অ্যাপ স্টোরে থাকা অন্যান্য অ্যাপের মধ্যেও। বিগড়ে দিয়েছে অ্যাপ স্টোরের প্রায় ৪০০০ অ্যপ্লিকেশনকে। বিগড়ে গিয়ে ওই সব অ্যাপ বিভিন্ন ভুতুড়ে আচরণ করছে। আর অ্যাপ ব্যবহার করতে গিয়ে নাজেহাল হচ্ছেন ব্যবহারকারীরা।

অ্যাপল অবশ্য জানিয়েছে, অ্যাপ স্টোরে তন্ন তন্ন করে সাইবার তল্লাশি চালানো হচ্ছে। যে সব অ্যাপে ম্যালওয়‌্যার রয়েছে, সেগুলি অ্যাপ স্টোর থেকে বার করে দেওয়া হচ্ছে। কিছু অ্যাপ আপডেট করে সমস্যা মেটানো সম্ভব। যেগুলি খুব বেশি ক্ষতিগ্রস্ত, সেগুলি মেরামতির জন্য বিকল্প পথ খোঁজা হচ্ছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ম্যালওয়্যার না থাকার বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আর কোনও নতুন অ্যাপকে অ্যাপ স্টোরে ঠাঁই দেওয়া হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE