করোনাভাইরাসে আক্রান্ত জনৈক মহিলা ভর্তি রয়েছেন হাসপাতালে। শনিবার তিনি জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের। কিন্তু সেই সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত নয়। এই ঘটনা ঘটেছে পূর্ব চিনের ঝেঝিয়াং প্রদেশে।
সে দেশের একটি দৈনিকের প্রতিবেদন অনুসারে, নবজাতক শিশুর করোনাভাইরাস টেস্টের ফল নেগাটিভ এসেছে। যদিও তার মা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। শিশুটিকে বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। কিছু দিন পর চিলড্রেনস হসপিটাল অব ঝেঝিয়াং ইউনিভার্সিটি স্কুল অব মে়ডিসিনে ফের করোনাভাইরাস পরীক্ষা করা হবে।
ইনটেনসিভ কেয়ার থাকা ওই নবজাতের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ওই সংবাদ মাধ্যম। সেই ভিডিয়ো দেখে নেটাগরিকরা, ওই নবজাতকে বলছেন ‘ভাগ্যবান’।
Lucky baby: A woman infected with novel coronavirus pneumonia gave birth to a boy with no infection in Zhejiang, China. #FightVirus pic.twitter.com/hQtK1RZUXi
— China Xinhua News (@XHNews) February 9, 2020
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় গুজব সামলানোটাই বড় কাজ
আরও পড়ুন: ভুটানকে বাদ দিয়েই অবাধে যান চলাচল