জঁ মিশেল বাস্কিয়ার আঁকা ‘দ্য ফিল্ড নেক্সট টু দ্য আদার রোড’ ছবিটি। ক্রিস্টিজের সৌজন্যে।
চিত্রশিল্পের দুনিয়া এমন সপ্তাহ আর দেখেছে কি না সন্দেহ! মাত্র তিন দিনে নিউ ইয়র্কের ক্রিস্টিজ-এ নিলামে একশো কোটি ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয়েছে বেশ কয়েকটি ছবি। যা শুনে শিল্পী অথবা শিল্প-দরদী— মুগ্ধ সকলেই। শিল্পের সমাদরে এই বিপুল অর্থের সমাগম কিছুটা অবাক করেছেন বিত্তবান ক্রেতাদেরও।
লুসিয়ান ফ্রয়েড, ফ্রান্সিস বেকনের মতো আরও অনেক সমসাময়িক শিল্পীর উল্লেখ়যোগ্য সৃষ্টি গত কাল নিলামে উঠেছিল। ব্রিটিশ শিল্পী ফ্রয়েড সম্পর্কে মনস্তত্ত্ববিদ সিগমুন্ড ফ্রয়েডের নাতি। তাঁর জনপ্রিয় কাজ ‘বেনিফিটস সুপারভাইজর রেস্টিং’-ও ছিল সেই তালিকায়। বিপুলাতয়ন এক নগ্ন মহিলা হেলে বসে রয়েছেন— যে তৈলচিত্রের দর ছুঁয়েছে ৫ কোটি ৬২ লক্ষ ডলার। মহিলার শরীরের প্রতিটি ভাঁজ, অসম্ভব দক্ষতায় ফুটিয়ে তুলেছেন শিল্পী। নারী-সৌন্দর্যের প্রথাগত ধারণা সম্পূর্ণ ভেঙে দিয়েছিলেন তিনি। ২০০৮ সালে এই সিরিজেরই ‘‘বেনিফিটস সুপারভাইজর স্লিপিং’’-ক্রিস্টিজে দর উঠেছিল ৩ কোটি ৩৬ লক্ষ ডলার। সেই সময়ের হিসেবে নিলামে জীবিত কোনও শিল্পীর ছবি এত দর ছোঁয়নি। লুসিয়েন ফ্রয়েড মারা যান ২০১১ সালে।
ফ্রান্সিস বেকনের আঁকা আর একটি নগ্ন ছবি ‘পোর্ট্রেট অব হেনরিয়েটা মোরায়েস’-ও বিক্রি হয়েছে ৪ কোটি ৭৮ লক্ষ ডলারে। এ ছবিতে শিল্পীর ঘনিষ্ঠ বান্ধবী এবং মডেলকে দেখা যাচ্ছে আধশোয়া অবস্থায়। এই ছবি ১৯৬৩ সালে এঁকেছিলেন বেকন। গত তিরিশ বছর ধরে এগুলো ব্যক্তিগত সংগ্রহে ছিল।
মার্কিন শিল্পী সাই টোম্বলির ১৯৬৯-এ আঁকা বিমূর্ত ‘আনটাইটেলড’ বিক্রি হয়েছে ৪ কোটি ২৭ লক্ষ ডলারে। এই শিল্পীরই ১৯৭০-এ আঁকা আর একটি অনামা ছবি ক্রিস্টিজে গত বছর রেকর্ড দামে নিলাম হয়েছিল। সে বার দর উঠেছিল ৬ কোটি ৯৬ লক্ষ ডলার।
১৯৬৩ সালে তৈরি আর এক মার্কিন শিল্পী অ্যান্ডি ওয়ারহলের বড় মাপের সিল্ক-স্ক্রিন ‘কালার্ড মোনালিসা’ ছুঁয়েছে ৫ কোটি ৬২ লক্ষ ডলার মূল্য। এর আগেও অনেক বড় বড় প্রদর্শনীতে দেখানো হয়েছে এই ছবিটি। এ
ছাড়াও গত কয়েক দিন ক্রিস্টির নিলামে উঠেছে উইলেম ডে কুনিং, মার্টিন কিপেনবার্গার, ফ্রান্জ ক্লাইন এবং জঁ মিশেল বাস্কিয়ার মতো আরও অনেক শিল্পীর সৃষ্টি। বাস্কিয়ার ‘দ্য ফিল্ড নেক্সট টু দ্য আদার’ ছবিটির দর উঠেছে ৩ কোটি ৭১ লক্ষ ডলার।
ক্রিস্টিজ-এর তরফে দাবি করা হয়েছে শুধুমাত্র গত কালই সব ছবি মিলিয়ে নিলামে উঠে এসেছে ৬৫ কোটি ৮০ লক্ষ ডলারেরও বেশি।
গত বুধবার নিলাম শুরু থেকেই ছিল তাক লাগানো। ইতালির শিল্পী জিওভানি আনসেলমোর ভাস্কর্য ‘তোরসিওন’ ছোঁয় ৬ কোটি ৪০ লক্ষ ডলার। তার পর একে একে যোগ হয়েছে সমসায়মিক চিত্রশিল্পীদের সৃষ্টিও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy