Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Viral

রাস্তায় টাকা ছুড়ে ক্রিসমাস পালন করতেই ধরা পড়ল ব্যাঙ্ক ডাকাত

ডাকাতির পর এই ভাবে ক্রিসমাস পালনই কাল হল তাঁর। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই তাঁকে গ্রেফতার করেছে কলোরাডো পুলিশ।

ব্যাঙ্ক ডাকাত অলিভার। ছবি টুইটার থেকে সংগৃহীত।

ব্যাঙ্ক ডাকাত অলিভার। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
কলোরাডো শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ১৮:৩৮
Share: Save:

কিছুক্ষণ আগেই করেছিলেন ব্যাঙ্ক ডাকাতি। তার পর সেই ডাকাতির টাকা নিয়ে রাস্তার মধ্যে ছুড়ছিলেন তিনি। আর বলছিলেন, ‘মেরি ক্রিসমাস’। কিন্তু ডাকাতির পর এই ভাবে ক্রিসমাস পালনই কাল হল তাঁর। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই তাঁকে গ্রেফতার করেছে কলোরাডো পুলিশ।

এই ঘটনার কথা মঙ্গলবার নিজেদের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে কলোরাডো স্প্রিং পুলিশ। তাঁরা জানিয়েছেন অভিযুক্ত ওই ব্যক্তির নাম ডেভিড অলিভার। তাঁর বয়স ৬৫ বছর। গত সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কলোরাডোর পুলিশ।

সে দেশের এক সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, কলোরাডোর ইস্ট পিকেস পিক অ্যাভিনিউ ও সাউথ টেজন স্ট্রিটের স‌ংযোগস্থলে রয়েছে অ্যাকাডেমি ব্যাঙ্ক। সেখানেই দুপুর সাড়ে ১২টার সময় ডাকাতি করেন অলিভার। তার পর সেই টাকা নিয়েই কলোরাডোর রাস্তায় জনগণের মধ্যে উড়িয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়ে ব্যাঙ্ক থেকে টাকা লুট করেছিলেন অলিভার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Crime Christmas Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE