টিকাকরণ শুরু হলেও এখনই হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী প্রতিরোধ গড়ে ওঠার কোনও সম্ভাবনা নেই। আর ২০২১-এর মধ্যে তা গড়ে ওঠা একেবারেই অসম্ভব। নোভেল করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে যখন অতিমারি কাটিয়ে উঠতে মরিয়া গোটা বিশ্ব, সেইসময় এমনটাই জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)।
বিশ্বজুড়ে টিকাকরণ প্রক্রিয়ার মধ্যে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন হু-র মুখ্য গবেষক সৌম্যা স্বামীনাথন। তিনি বলেন, ‘‘হার্ড ইমিউনিটি তো দূর ২০২১-এ কোনও স্তরের ইমিউনিটিই গড়ে তুলতে পারব না আমরা।’’ তাঁর যুক্তি, গোটা বিশ্বে সংক্রমণ ৯ কোটির বেশি মানুষকে ছুঁয়ে গিয়েছে। মৃত্যুও ২ কোটি ছুঁইছুঁই। সংক্রমণের ছড়িয়ে পড়া রুখতে হলে জনসংখ্যার নিরিখে যথেষ্ট প্রতিষেধক উৎপাদন এবং প্রয়োগ করতে হবে। সেটা যথেষ্ট সময়সাপেক্ষ।
তাই আগের মতোই সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সৌম্যা। তিনি জানিয়েছেন, সংক্রমণ থেকে দূরে থাকতে হলে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘন ঘন হাত ধোওয়া এবং সর্বদা মাস্ক পরে থাকাও বাধ্যতামূলক।