Advertisement
E-Paper

ভিক্ষুককে সাহায্য করতে তোলা চাঁদায় বিএমডব্লিউ চড়ে প্রমোদ ভ্রমণে দম্পতি!

শুক্রবার এই অভিযোগ সামনে এনেছেন খোদ ভিক্ষাজীবী ওই ব্যক্তিই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ১৮:৩৭
কেট এবং তাঁর স্বামীর সঙ্গে জনি ববিট। ছবি: সংগৃহীত

কেট এবং তাঁর স্বামীর সঙ্গে জনি ববিট। ছবি: সংগৃহীত

এক ভিক্ষাজীবীকে সাহায্য করতে গিয়ে তাঁরই ৩ লক্ষ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। ভিক্ষাজীবী ওই ব্যক্তির সততায় উদ্বুদ্ধ হয়ে তাঁর জন্য ৪ লক্ষ ডলার ফান্ডের ব্যবস্থা করেছিলেন ওই যুগলই। কিন্তু পরে অভিযোগ ওঠে, সেই ফান্ডের সিংহভাগটাই ওই ব্যক্তিকে না দিয়ে তাঁরা নিজেরাই হাতিয়ে নিয়েছেন। ফিলাডেলফিয়ার ঘটনা। শুক্রবার এই অভিযোগ সামনে এনেছেন খোদ ভিক্ষাজীবী ওই ব্যক্তিই।

ভিক্ষাজীবী ওই ব্যক্তির সঙ্গে দম্পতির পরিচয় ২০১৭ অক্টোবরে। সেই রাতটা এক ভয়ঙ্কর রাত ছিল কেট ম্যাকক্লুলা (ওই দম্পতিরই একজন)-র কাছে। ফিডেলফিয়ার আই-৯৫ রাস্তায় গভীর রাতে তাঁর গাড়ির জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। সঙ্গে কোনও টাকাও ছিল না। খুব বাজে ভাবে ফেঁসে গিয়েছিলেন কেট। একা মহিলা, এই গভীর রাতে রাস্তায় মাঝে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। তখন একপ্রকার দেবদূতের মতো হাজির হন জনি ববিট নামে ওই ভিক্ষজীবী ব্যক্তি। কেটকে গাড়ির দরজা বন্ধ করে ভিতরে বসতে বলেন ববিট। তারপর তাঁর ভিক্ষাবৃত্তির সমস্ত উপার্জন দিয়ে সাহায্য করেন কেটকে। পকেট থেকে ২০ ডলার বার করে নিজেই কেটের গাড়ির জন্য জ্বালানি কিনে আনেন।

ববিটের সেই মহৎ হৃদয়ের কথা ভোলেননি কেটও। পর দিনই স্বামী মার্ক ডি’আমিকো-কে নিয়ে ববিটের কাছে হাজির হন। ববিটকে সাহায্য করার জন্যই তাঁরা একটি ফান্ডের ব্যবস্থা করে ফেলেন। ববিটকে সাহায্য করতে ইচ্ছুক যে কেউই এই ফান্ডের মাধ্যমে টাকা পৌঁছে দিতে পারেন তাঁর কাছে। প্রথমে খুব একটা অর্থ না এলেও ববিটের এই গল্প কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়। আর তার পরই হু হু করে বাড়তে থাকে ফান্ডমানি। কয়েক মাসের মধ্যেই ববিটের নামে ৪ লক্ষ ২ হাজার ডলার অর্থ সাহায্য জমা হয় ফান্ডে।

আরও পড়ুন: ভাইপোকে অপহরণ, খবর ছড়াতেই কিশোরকে নদীতে ছুড়ে ফেলল কাকা

কিন্তু গল্পটা এখন পাল্টে গিয়েছে। যাঁকে সাহায্য করার জন্য ফান্ডের ব্যবস্থা করেছিলেন দম্পতি, সেই ববিটই এখন উল্টো সুর গাইতে শুরু করেছেন। দম্পতির বিরুদ্ধেই টাকা লোপাটের অভিযোগ তুলেছেন তিনি।

ওই রাতে ববিটের সঙ্গে কেট

ববিটের অভিযোগ, ওই টাকায় তাঁকে যা যা সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দম্পতি, তা আদৌ তাঁরা করেননি। একটি ট্রাক, বাড়ি সবই তাঁকে কিনে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে নিজেরাই বিএমডব্লিউ গাড়ি কেনেন। কিছুদিন আগে নতুন বিএমডব্লিউ নিয়ে ছুটি কাটাতে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং লাস ভেগাসেও যান বলে অভিযোগ তাঁর। আর তাঁর জন্য নিজেদের বাড়ির গ্যারেজে থাকার ব্যবস্থা করেন ওই দম্পতি।

এখনও পর্যন্ত তাঁর জন্য যা খরচ করা হয়েছে, হিসেব করে দেখেছেন, ৪ লক্ষ ২ হাজার ডলারের মধ্যে ৩ লক্ষ ডলারের কোনও হিসাব নেই। সেই ৩ লক্ষ ডলার দিয়েই বিএমডব্লিউ গাড়ি এবং অন্যান্য খরচ করা হয়েছে বলে ববিটের অভিযোগ।

তবে ওই দম্পতি ববিটের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁরা জানান, ববিট নেশাগ্রস্ত মানুষ। সব টাকা তাঁর হাতে দিয়ে দিলে, অর্থের অপব্যয় হবে। তাই ববিটের হাতে সবটা দিতে চাইছেন না তাঁরা।

Philadelphia Beggar Homeless Jhonny Bobbit ফিলাডেলফিয়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy