Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Russia-Ukraine Crisis

crude oil price: রাশিয়ার তেল বন্ধ করলে বিকল্প ব্যবস্থা করতে ইউরোপের এক বছর লাগবে: রুশ মন্ত্রী

তাঁর মতে, যে পরিমাণ তেল রাশিয়া থেকে যায় সমপরিমাণ তেলের ব্যবস্থা করতে এক বছর সময় লেগে যাবে ইউরোপের দেশগুলির। মনে করেন নোভাক।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ১৪:১০
Share: Save:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির তেমন উন্নতি কিছু হয়নি। বেলারুশে তৃতীয়বার রাশিয়া-ইউক্রেন বৈঠকের পরেও অসামরিক ব্যক্তিদের ইউক্রেন ছেড়ে যাওয়ার পথ সুগম করতে ব্যবস্থাপনার বিষয়টির বিশেষ অগ্রগতি হয়নি বলেই দাবি করেছেন আলোচনায় অংশ নেওয়া ইউক্রেনের এক প্রতিনিধি।

অপরিশোধিত তেলের মানক বলে ধরা হয় যে ব্রেন্ট ক্রুড অয়েলকে, সেই তেলের দাম ব্যারেল প্রতি রাতারাতি এক শতাংশ বেড়ে ১২৪ ডলার থেকে ১৩৯ ডলার হয়ে গিয়েছে। সোমবার আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, আমেরিকা এবং ইউরোপের সহযোগী দেশগুলি রুশ তেলের আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে। তার পরই চড়তে থাক অপরিশোধিত তেলের দাম।

এর আগে ২০০৮ সালে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। তার পরে আবার এই পরিস্থিতির উদ্ভব হওয়ায় এর প্রভাব ভারতের বাজারেও পড়বে বলে আশঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE