এ বছর বুকার পুরস্কার জিতলেন ৫১ বছর বয়সি হাঙ্গেরীয়-কানাডীয় লেখক ডেভিড সোলয়। পুরস্কারমূ্ল্য ৫০ হাজার পাউন্ড (প্রায় ৫৮ লক্ষ টাকা)। ২০১৬ সালে সোলয়ের একটি গল্পগুচ্ছ বুকারের জন্য মনোনীত হয়েছিল। তবে সে বছর পুরস্কৃত হননি লেখক।
সোলয়ের জন্ম কানাডায়। কিছু দিন ব্রিটেনে বসবাস করার পরে এখন তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় থাকেন। এই শিকড়হীনতার বোধ রয়েছে ‘ফ্লেশ’-এর পরতে পরতে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক অভিবাসী তরুণ ইস্তভান। লন্ডনে এসে তার দৈনন্দিন জীবনযাপনের যে সংগ্রাম, তাই লেখক তুলে ধরেছেন উপন্যাসে।
জানা গিয়েছে, পাঁচ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পরে, ১৫৩টি উপন্যাসের মধ্যে থেকে ডেভিডের উপন্যাসটি বেছে নিয়েছেন নির্বাচকেরা। বিচারকমণ্ডলীতে ছিলেন বুকারজয়ী আইরিশ লেখক রডি ডয়েল এবং অভিনেত্রী সারা জেসিকা পার্কার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)