Advertisement
১৩ ডিসেম্বর ২০২৫
International News

অভিধানে থাকা এই শব্দগুলো আদৌ ইংরেজি নয়

প্রথম ইংরেজি অভিধানটি রচনা করেছিলেন স্যামুয়েল জনসন। আজ তাঁর ৩০৮তম জন্মদিন। ডুডলের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে গুগলও। জানেন কি, ইংরেজি অভিধানেই এমন কিছু শব্দ রয়েছে যা আদৌ ইংরেজি নয়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৫৭
Share: Save:
০১ ০৯
স্যামুয়েল জনসন ছিলেন একাধারে কবি, সমালোচক, সম্পাদক। ১৭০৯-এর এই দিনেই জন্মেছিলেন তিনি। মৃত্যু ১৭৮৪-র ১৩ ডিসেম্বর।

স্যামুয়েল জনসন ছিলেন একাধারে কবি, সমালোচক, সম্পাদক। ১৭০৯-এর এই দিনেই জন্মেছিলেন তিনি। মৃত্যু ১৭৮৪-র ১৩ ডিসেম্বর।

০২ ০৯
ন’বছরের কঠোর পরিশ্রমের পর ১৭৫৫ সালে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম ইংরেজি অভিধানটি। ৪২ হাজার ৭৭৩টি শব্দ ছিল সেই অভিধানে। পরের সংশোধনীর পর শব্দ সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৫০ হাজারে। ১৯২৮-এ অক্সফোর্ডের অভিধান বাজারে আসার আগে পর্যন্ত এই অভিধানই ছিল মানুষের প্রথম পছন্দ।

ন’বছরের কঠোর পরিশ্রমের পর ১৭৫৫ সালে প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম ইংরেজি অভিধানটি। ৪২ হাজার ৭৭৩টি শব্দ ছিল সেই অভিধানে। পরের সংশোধনীর পর শব্দ সংখ্যা দাঁড়ায় ২ লাখ ৫০ হাজারে। ১৯২৮-এ অক্সফোর্ডের অভিধান বাজারে আসার আগে পর্যন্ত এই অভিধানই ছিল মানুষের প্রথম পছন্দ।

০৩ ০৯
কিন্তু জানেন কি, ইংরেজি অভিধানে যুক্ত হয়েছে অনেক অ-ইংরেজি শব্দ। একের পর এক বহু ইংরেজি অভিধানেই সংযুক্তি ঘটেছে সেই সমস্ত শব্দের। পরে অবশ্য সেই সমস্ত শব্দ ইংরেজি হিসাবেই স্বীকৃতি পেয়েছে সময়ের সঙ্গে সঙ্গে।

কিন্তু জানেন কি, ইংরেজি অভিধানে যুক্ত হয়েছে অনেক অ-ইংরেজি শব্দ। একের পর এক বহু ইংরেজি অভিধানেই সংযুক্তি ঘটেছে সেই সমস্ত শব্দের। পরে অবশ্য সেই সমস্ত শব্দ ইংরেজি হিসাবেই স্বীকৃতি পেয়েছে সময়ের সঙ্গে সঙ্গে।

০৪ ০৯
তেমনই একটি অভিধান হিবসন-জবসন। এই অভিধানে যুক্ত হয়েছে এমনই অনেক ‘ইংরেজি’ শব্দ, যা আসলে ইংরেজি নয়।

তেমনই একটি অভিধান হিবসন-জবসন। এই অভিধানে যুক্ত হয়েছে এমনই অনেক ‘ইংরেজি’ শব্দ, যা আসলে ইংরেজি নয়।

০৭ ০৯
Chit, Cot, Curry, Cheetah এগুলিও এখন ইংরেজি শব্দ হিসাবেও ব্যবহৃত হয়।

Chit, Cot, Curry, Cheetah এগুলিও এখন ইংরেজি শব্দ হিসাবেও ব্যবহৃত হয়।

০৮ ০৯
Jute, Jungle, Juggernaut— এগুলিও ভারতীয় শব্দ।

Jute, Jungle, Juggernaut— এগুলিও ভারতীয় শব্দ।

০৯ ০৯
Polo, Shampoo, Typhoon, Teak, Yoga— এই শব্দগুলি এখন ইংরেজি হিসাবেই পরিচিত হয়ে গিয়েছে। আদতে এদের উৎপত্তিস্থলও ভারত।

Polo, Shampoo, Typhoon, Teak, Yoga— এই শব্দগুলি এখন ইংরেজি হিসাবেই পরিচিত হয়ে গিয়েছে। আদতে এদের উৎপত্তিস্থলও ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy