আমেরিকার পর এ বার মেক্সিকো। ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী। তাদের এ-হেন সিদ্ধান্ত নয়াদিল্লির কাছে ‘বিনা মেঘে বজ্রপাতের’ শামিল। এর জেরে লোকসানের অঙ্ক কতটা বাড়বে ইতিমধ্যেই তার চুলচেরা বিশ্লেষণে নেমেছেন বাণিজ্য মন্ত্রকের কর্তাব্যক্তিরা। সব ঠিক থাকলে আগামী বছরের ১ জানুয়ারি থেকে মেক্সিকোর বাজারে এ দেশের সামগ্রী বিক্রি করা বেশ কঠিন হতে চলেছে, মানছে সাউথ ব্লক।
আর্থিক বিশ্লেষকদের দাবি, বর্তমান পরিস্থিতিতে মেক্সিকো সরকার এই সিদ্ধান্ত নিলে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে দ্বিপাক্ষিক বাণিজ্য। কারণ, গত কয়েক বছর উত্তর আমেরিকার দেশটির বাজারের একটু একটু করে দখল নিচ্ছিল নয়াদিল্লি। ফলে ঊর্ধ্বমুখী হয় দ্বিপাক্ষিক বাণিজ্যের সূচক। তাতে এ বার বড় ধাক্কা লাগল বলে মনে করা হচ্ছে। যদিও এই ইস্যুতে এখনও ‘মুক্ত বাণিজ্যচুক্তি’ বা এফটিএ-র (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) তাস হাতে আছে কেন্দ্রের।