বয়সের পার্থক্য পাঁচ বছরের। তবে, প্রেমে পড়ার সময় সেই তফাতটুকু নিয়ে বেশি ভাবনাচিন্তা করেননি অভিনেত্রী। বরং, নায়কের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তিনি। অভিনেতা বিশেষ আমল না দিলেও করিনা কপূর খানের মন জুড়ে তখন শুধুমাত্র তিনিই ছিলেন। এমনকি, অক্ষয় খন্না সম্পর্কে প্রকাশ্যে সে কথা স্বীকার করতেও পিছপা হননি করিনা কপূর খান।