Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International News

বারাক ওবামা এবং হিলারি ক্লিন্টনের ঠিকানায় পাঠানো বোমা উদ্ধার

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনকে চিঠিতে বোমা পাঠানো হয়েছে বলে মার্কিন সিক্রেট সার্ভিস-এর পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে দু’টি প্যাকেট তাঁরা ইতিমধ্যেই আটক করেছে।

হিলারি ক্লিন্টন ও বারাক ওবামা। ফাইল চিত্র।

হিলারি ক্লিন্টন ও বারাক ওবামা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ২০:১৩
Share: Save:

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনকে চিঠিতে বোমা পাঠানো হয়েছে বলে মার্কিন সিক্রেট সার্ভিস-এর পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটি বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে দু’টি প্যাকেট তাঁরা ইতিমধ্যেই আটক করেছে। হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, আতঙ্ক ছড়াতেই এই কাজ করা হয়েছে।

নিউ ইয়র্কের শহরতলি ওয়েস্টচেস্টার কাউন্টিতে বাড়ি রয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তাঁর স্ত্রী তথা আমেরিকার প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের। তবে ক্লিন্টন দম্পতির বাড়ির কোথায় বোমাটি উদ্ধার হয়েছে তা জানা যায়নি।দ্য নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, ক্লিন্টনের বাড়ির চিঠিপত্র খতিয়ে দেখার জন্য নিযুক্ত সিক্রেট সার্ভিসের কর্মীই সেটি উদ্ধার করেন। অন্য দিকে বারাক ওবামার ওয়াশিংটন ডিসির ঠিকানায় পাঠানো প্যাকেটটি মঙ্গলবার উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা। পাশাপাশি, সিএনএন-এর অফিসেও কয়েকটি সন্দেহজনক প্যাকেট মিলেছে বলে মার্কিন সংবাদমাধ্যমের খবর। নিউ ইয়র্কের টাইম ওয়ার্নার বিল্ডিংয়ে সিএনএন-এর অফিস রয়েছে। ইতিমধ্যেই ওই বহুতলের অফিসটি খালি করে দিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবারই একই ধরনের একটি বোমা উদ্ধার হয়েছিল ধনকুবের সমাজসেবী জর্জ সোরস-এর বাড়ি থেকে। সোরসের বাড়ি নিউ ইয়র্কের উত্তর শহরতলিতে। বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে যে বোমাটি উদ্ধার হয়েছিল সেটি ছিল, বিস্ফোরক ভর্তি একটি ছ’ইঞ্চি পাইপ। তবে কেন ওই বোমা রাখা হয়েছিল তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিন বৈঠক কি নভেম্বরেই

আরও পড়ুন: দেশে ফিরতে চান ‘জুতোর কারিগর’ প্রাক্তন আইএস

কঠোর নিরাপত্তার মধ্যেও কী ভাবে কারা বোমা রেখে গেল, সে সম্বন্ধে এখনও বিশদ জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE