ক্যালিফর্নিয়ার সাতটি কাউন্টি জুড়ে চলতে থাকা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযানে বর্ণ বৈষম্যমূলক আচরণ বন্ধ করার নির্দেশ দিল আদালত। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের একটি ডিস্ট্রিক্ট আদালতের বিচারপতি মামে ই ফ্রিমপং ওই নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি আমেরিকা জুড়ে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে তাদের নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। অভিবাসীদের নিয়ে কাজ করে এমন কয়েকটি সংস্থা সম্প্রতি অভিযোগ তোলে, লস অ্যাঞ্জেলেস-সহ ক্যালিফর্নিয়ার সাতটি কাউন্টিতে অভিবাসন কর্তারা বৈষম্যমূলক আচরণ করছেন। বেছে বেছে বাদামী চামড়ার মানুষদের নিশানা করা হচ্ছে। ওয়ারেন্ট ছাড়া গ্রেফতারি, বর্ণ বৈষম্যের ভিত্তিতে আটক করা, আটক হওয়া অভিবাসীদের আইনজীবী নিয়োগের অধিকার কেড়ে নেওয়া ইত্যাদি বিষয় নিয়ে আদালতে মামলা করে তারা। তার প্রেক্ষিতেই গত কালের এই রায়। সংবিধান-বিরোধী এই আচরণ থেকে প্রশাসনকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আদালত।
হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরেরসহ-সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। ইমেলে তিনি জানিয়েছেন, প্রশাসনের বিরুদ্ধে গায়ের রঙের ভিত্তিতে বিশেষ কাউকে নিশানা করার যে অভিযোগ উঠেছে তা সর্বৈব মিথ্যা। তিনি বলেন, ‘‘প্রশাসনিক কর্তারা সমস্ত নিয়ম মেনেই তাঁদের কাজকরছেন।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)