এক শিশুর জন্মদিনের পার্টি উপলক্ষে প্রায় ৪০০ লোকের জমায়েত হয়েছিল। আর সেখানেই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজেরা গুলি চালালে মৃত্যু হয় এক যুবকের। ডেট্রয়েটের ঘটনা। পুলিশ জানিয়েছে, একটি বাস্কেটবল কোর্টে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। গুলিচালনার ঘটনায় আহত হয়েছেন ন’জন। তবে হতাহতের মধ্যে কোনও শিশু নেই। কারা কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। ডেট্রয়েটের সহকারী পুলিশ প্রধান শুধু এক বিবৃতি দিয়ে বলেছেন, ‘‘এই ঘটনায় সব শিশু অক্ষত রয়েছে। এটাই সব চেয়ে বড় কথা।’’