জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা-প্রধান ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি হামলার শিকার হলেন তাঁর তিন বোন— আলিমা, উজ়মা এবং নুরা খান। অভিযোগ, মঙ্গলবার রাতে শারীরিক হেনস্থার শিকার হন তাঁরা। পরে তাঁদের গ্রেফতারও করা হয়।
একাধিক মামলায় অভিযুক্ত ইমরান ২০২৩ সাল থেকে জেলবন্দি। চলতি বছরের গোড়ায় আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে তাঁকে ১৪ বছর জেলের সাজা দিয়েছে আদালত। অভিযোগ, জেল আইন তোয়াক্কা করছে না পকিস্তান সরকার। পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না ইমরানের সঙ্গে। এর প্রতিবাদে রওয়ালপিন্ডি জেলের সামনে ধর্নায় বসেছিলেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের তিন বোন।
ইমরানের সঙ্গে সাক্ষাতের জন্য মঙ্গলবার নির্ধারিত সময় দেওয়া হলেও পরে জেল কর্তৃপক্ষ তা নাকচ করে দেন বলে পিটিআই নেতৃত্ব এবং আলিমা, উজ়মা ও নুরা জানিয়েছেন। দুপুর থেকেই তাই অবস্থান-বিক্ষোভে বসেছিলেন তাঁরা। প্রায় ১০ ঘন্টা ধর্না চালানোর পরে পুলিশ এসে টেনেহিঁচড়ে তিন বোনকে টেনে নিয়ে গিয়ে গিয়ে আটক করে। মহিলা পুলিশের পাশাপাশি পুরুষ পুলিশ অফিসাররাও বলপ্রয়োগ করেন বলে অভিযোগ। কয়েক ঘণ্টা আটক রাখার পরে বুধবার ভোরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আলেমা বলেন, ‘‘ফিল্ড মার্শাল আসিম মুনিরের (পাক সেনাপ্রধান) নির্দেশে আমাদের উপর শারীরিক অত্যাচার করা হয়েছে।’’