Advertisement
০৩ অক্টোবর ২০২৪
International Gallery

গ্রিসের এই শহর ঢাকা পড়েছে মাকড়সার জালে, কেন জানেন?

যে দিকে চোখ যায়, মাকড়সার জাল। যেন দৈত্যের মতো বিশালাকায় সাদা ফেনায় ছেয়ে গিয়েছে গোটা সমুদ্রতট। দক্ষিণ গ্রিসের শহর আইতোলিকোর সমুদ্রতটে এ ছবি প্রায়শই দেখা যায়। কিন্তু কেন, তা জানেন কি?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪১
Share: Save:
০১ ০৬
যে দিকে চোখ যায়, মাকড়সার জাল। যেন দৈত্যের মতো বিশালাকায় সাদা ফেনায় ছেয়ে গিয়েছে গোটা সমুদ্রতট। দক্ষিণ গ্রিসের শহর আইতোলিকোর সমুদ্রতটে এ ছবি প্রায়শই দেখা যায়। কিন্তু কেন, তা জানেন কি?

যে দিকে চোখ যায়, মাকড়সার জাল। যেন দৈত্যের মতো বিশালাকায় সাদা ফেনায় ছেয়ে গিয়েছে গোটা সমুদ্রতট। দক্ষিণ গ্রিসের শহর আইতোলিকোর সমুদ্রতটে এ ছবি প্রায়শই দেখা যায়। কিন্তু কেন, তা জানেন কি?

০২ ০৬
মাকড়সা দেখলেই যাঁরা ভয়ে পালান, তাঁদের কাছে এ যেন দুঃস্বপ্ন! এক-আধটা মাকড়সার জাল নয়, গ্রিসের ওই শহরের সি-বিচে প্রায় ১ হাজার ফুট দীর্ঘ জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে সে জাল। যেন মাকড়সারা এক সঙ্গে মিলে হামলা চালিয়েছে।

মাকড়সা দেখলেই যাঁরা ভয়ে পালান, তাঁদের কাছে এ যেন দুঃস্বপ্ন! এক-আধটা মাকড়সার জাল নয়, গ্রিসের ওই শহরের সি-বিচে প্রায় ১ হাজার ফুট দীর্ঘ জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে সে জাল। যেন মাকড়সারা এক সঙ্গে মিলে হামলা চালিয়েছে।

০৩ ০৬
ইউটিউবে শহরের এই ছবির একটি ভিডিয়ো পোস্ট করেছেন জিয়ানিস জিয়ানাকোপৌলস। স্ট্রেচ স্পাইডার নামে পরিচিত এই মাকড়সার পোশাকি নাম টেট্রাগনাথা এক্সটেনসা। উপকূলবর্তী এলাকাতেই এদের বসবাস।

ইউটিউবে শহরের এই ছবির একটি ভিডিয়ো পোস্ট করেছেন জিয়ানিস জিয়ানাকোপৌলস। স্ট্রেচ স্পাইডার নামে পরিচিত এই মাকড়সার পোশাকি নাম টেট্রাগনাথা এক্সটেনসা। উপকূলবর্তী এলাকাতেই এদের বসবাস।

০৪ ০৬
ছোটখাটো-রোগাপাতলা চেহারার  এই মাকড়সারা ডাঙার থেকে জলে অত্যন্ত দ্রুত গতিতে যাতায়াত করতে পারে। মলিকিউলার বায়োলজিস্ট মারিয়া চাটজাকি জানিয়েছেন, এই মাকড়সাগুলি মানুষের কোনও ক্ষতি করে না।

ছোটখাটো-রোগাপাতলা চেহারার এই মাকড়সারা ডাঙার থেকে জলে অত্যন্ত দ্রুত গতিতে যাতায়াত করতে পারে। মলিকিউলার বায়োলজিস্ট মারিয়া চাটজাকি জানিয়েছেন, এই মাকড়সাগুলি মানুষের কোনও ক্ষতি করে না।

০৫ ০৬
গ্রিসের আথেন্স থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আইতোলিকোতে এই ছবি দেখা যায় কেন? মলিকিউলার বায়োলজিস্ট মারিয়া চাটজাকি সে উত্তরও দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসলে ওই জালের আড়ালে অসংখ্য মাকড়সা তাদের যৌনক্রিয়া চালায়।

গ্রিসের আথেন্স থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আইতোলিকোতে এই ছবি দেখা যায় কেন? মলিকিউলার বায়োলজিস্ট মারিয়া চাটজাকি সে উত্তরও দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসলে ওই জালের আড়ালে অসংখ্য মাকড়সা তাদের যৌনক্রিয়া চালায়।

০৬ ০৬
মেঘের মতো সাদা জালে ছেয়ে যায় গোটা শহরের সমুদ্রতট, গাছপালা, গাড়ির ছাদ, পরিত্যক্ত বোটের গায়ে।

মেঘের মতো সাদা জালে ছেয়ে যায় গোটা শহরের সমুদ্রতট, গাছপালা, গাড়ির ছাদ, পরিত্যক্ত বোটের গায়ে।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE