কলিন্দা গ্রেবার-কিতোরোভিক। তিনি ক্রোয়েশিয়ার প্রথম নাগরিক। সে দেশের প্রেসিডেন্ট। এ দিকে তাঁর ছবিই এখন ইন্টারনেট ভাইরাল। আসলে ছবিতে যে বিকিনি পরে রয়েছেন তিনি! কোনও দেশের প্রেসিডেন্টের এমন ছবি দেখে স্তম্ভিত সোশ্যাল মিডিয়া।
ছবিতে দেখুন, পারফেক্ট বিকিনি বডি কাদের?
ঠিক কোথায়, কোন সময়ে এই ছবিগুলো তোলা হয়েছিল তা জানা না গেলেও এর মধ্যে ভারত, ফিলিপিন্স ও কেনিয়ার মিডিয়া সরগরম এই ছবি নিয়েই। তবে কিছু রিপোর্ট, টুইট থেকে ধারনা করা হয়েছে খুব সম্প্রতিই এই ছবিগুলো তোলা হয়েছে।
২০১৫ সালে প্রেসিডেন্টের দায়িত্বে আসেন ৪৭ বছরের কিতারোভিক।
দেখুন ভিডিও