স্কটল্যান্ডে রানির যাবতীয় সরকারি কাজকর্ম হয় এই প্রাসাদ থেকেই। রানি বা রাজপরিবারের কেউই যখন থাকেন না, প্রাসাদ ফাঁকা থাকে, তখন তাঁদের ব্যক্তিগত থাকার জায়গা, আর্ট গ্যালারি খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। স্কটল্যান্ডের প্রায় ১০০ জন শাসকের ছবি রয়েছে এই গ্যালারিতে। সম্প্রতি প্রায় ৮৬ কোটি টাকা দিয়ে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ হয়েছে এই প্রাসাদে।
বালমোরাল ক্যাসল: বাকিংহাম, উইন্ডসর বা হলিরুড হাউসের মতো ক্রাউন এস্টেটের তত্ত্বাবধানে নেই এই প্রাসাদ। রানি দ্বিতীয় এলিজাবেথের একান্ত ব্যক্তিগত প্রাসাদ এটি। স্কট-বারোনিয়াল স্টাইলের এই বালমোরাল প্রাসাদটি প্রায় ৫০ হাজার একর জমির উপর তৈরি। প্রাচীন ক্যালিডোনিয়ান স্টাইলে তৈরি এই প্রাসাদটি। প্রাসাদ লাগোয়া বেশ কিছু প্রাচীন বাংলোও রয়েছে।
কেনসিংটন প্যালেস: ১৭০০ শতকের কেনসিংটন রাজপ্রাসাদের বর্তমান বাসিন্দা কেমব্রিজের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী কেট। প্রায় ৪.৫ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকা) খরচ করে ১৯টি ঘরের সুইটের রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এই প্রাসাদের অর্ধেকটায় রাজপরিবারের সদস্যেরা বাস করেন, বাকি অর্ধেক সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or
By proceeding you agree with our Terms of service & Privacy Policy