মাঝ আকাশেই নিয়ন্ত্রণ হারাল হেলিকপ্টার। ভেঙে পড়ল নদীতে। বৃহস্পতিবার আমেরিকার নিউ ইয়র্কের এই ঘটনায় মৃত্যু হয়েছে কপ্টারের পাইলট-সহ ছ’জনের। মৃতদের মধ্যে রয়েছেন বহুজাতিক সংস্থা ‘সিমেন্স’-এর স্পেন শাখার প্রধান অগাস্টিন এস্কোবারও। কপ্টারটি হাডসন নদীতে ভেঙে পড়ে।
স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, সপরিবারে নিউ ইয়র্ক শহরটি দেখতে বেরিয়েছিলেন এস্কোবার। সেই কারণে কপ্টার ভাড়া করেছিলেন তিনি। কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী এবং তিন শিশুসন্তানও। হঠাৎই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় কপ্টারটি। তার পর মুখ থুবড়ে পড়ে হাডসন নদীতে। মুহূর্তেই আগুন ধরে যায় সেটিতে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে হেলিকপ্টারটি হাডসন নদীর উপর পড়েই মিলিয়ে যাচ্ছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
এই ঘটনা প্রসঙ্গে নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস জানান, দুপুর ৩টের সময় কপ্টারটি উড়েছিল। মাত্র ১৮ মিনিট নিউ ইয়র্ক শহরে চক্কর কাটার পরেই ঘটে বিপর্যয়। নিউ ইয়র্ক পুলিশের তরফে জানানো হয়েছে, কপ্টারের ভিতর থেকে চার জনের দেহ উদ্ধার করা হয়। আর দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। কিছু ক্ষণ পরে মৃত্যু হয় তাঁদেরও। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।