Advertisement
১৪ ডিসেম্বর ২০২৪
Powerful Rulers

কারও ট্রেন তো কারও গাড়ি! কয়েক জন রাষ্ট্রনেতার ‘পোষ্য’ যানের গল্প

সদ্য চিন সফর সেরে ফিরেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিনি যে ট্রেনটিতে করে চিন গিয়েছিলেন, সেটা নিয়ে উত্সাহ ছিল চোখে পড়ার মতো। ভয়ঙ্কর শক্তিশালী, বুলেটপ্রুফ এই ট্রেন জংয়ের খুবই পছন্দের বলে জানা গিয়েছে। জংয়ের মতো বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতাদেরও ছিল পছন্দের বাহন।

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ১৩:৩১
Share: Save:
০১ ০৬
কিম জং উন, উত্তর কোরিয়া: উত্তর কোরিয়ার দাপুটে শাসক কিম জং উনের রয়েছে কড়া নিরাপত্তায় মোড়া বুলেটপ্রুফ ট্রেন। জলপাই রঙা এই ট্রেনেই চেপেই বেজিং সফরে গিয়েছিলেন কিম। উত্তর কোরিয়ার প্রয়াত শাসক কিমের বাবা কিম জং ইলও নাকি এমন ট্রেনে সফর করতেন। উত্তর কোরিয়ার শাসকদের হেফাজতে এক রকম দেখতে এই ধরনের বেশ কয়েকটি ট্রেন রয়েছে। পিয়ংইয়ংয়ের বিশেষ কারখানায় তৈরি হয় সেগুলো। বিনোদনের ভরপুর ব্যবস্থাও রয়েছে এমন ট্রেনে।

কিম জং উন, উত্তর কোরিয়া: উত্তর কোরিয়ার দাপুটে শাসক কিম জং উনের রয়েছে কড়া নিরাপত্তায় মোড়া বুলেটপ্রুফ ট্রেন। জলপাই রঙা এই ট্রেনেই চেপেই বেজিং সফরে গিয়েছিলেন কিম। উত্তর কোরিয়ার প্রয়াত শাসক কিমের বাবা কিম জং ইলও নাকি এমন ট্রেনে সফর করতেন। উত্তর কোরিয়ার শাসকদের হেফাজতে এক রকম দেখতে এই ধরনের বেশ কয়েকটি ট্রেন রয়েছে। পিয়ংইয়ংয়ের বিশেষ কারখানায় তৈরি হয় সেগুলো। বিনোদনের ভরপুর ব্যবস্থাও রয়েছে এমন ট্রেনে।

০২ ০৬
রবার্ট মুগাবে, জিম্বাবোয়ে: জিম্বোবোয়েতে ক্ষমতার পালাবদল ঘটেছে। পদত্যাগ করেছেন রবার্ট মুগাবে। ৩৭ বছরের শাসলকালে মুগাবের হেফাজতে ছিল তাঁর ভিন্টেজ রোলস রয়েস। অভিজাত ব্রিটিশ ঘরানার এই গাড়িই ছিল মুগাবের প্রথম পছন্দ। তাঁর সফরের সময় রোলস রয়েসটিকে ঘিরে থাকত ঘোড়ায় চড়া নিরাপত্তারক্ষীরা।

রবার্ট মুগাবে, জিম্বাবোয়ে: জিম্বোবোয়েতে ক্ষমতার পালাবদল ঘটেছে। পদত্যাগ করেছেন রবার্ট মুগাবে। ৩৭ বছরের শাসলকালে মুগাবের হেফাজতে ছিল তাঁর ভিন্টেজ রোলস রয়েস। অভিজাত ব্রিটিশ ঘরানার এই গাড়িই ছিল মুগাবের প্রথম পছন্দ। তাঁর সফরের সময় রোলস রয়েসটিকে ঘিরে থাকত ঘোড়ায় চড়া নিরাপত্তারক্ষীরা।

০৩ ০৬
জোসেফ স্তালিন, সোভিয়েত: গত শতাব্দীর তিরিশের দশক আর চল্লিশের দশক জুড়ে স্তালিন তখন ক্ষমতার শীর্ষে। তাঁর পছন্দের তালিকায় ছিল কড়া নিরাপত্তায় মোড়া ‘জিস ১১০’ এবং ‘জিস ১১৫’। বুলেটপ্রুফ এই গাড়িগুলি তৈরি হত সাবেক সোভিয়েতের বিশেষ কারখানায়। আট হাজার কিলোগ্রাম ওজনের এই গাড়িগুলিতে থাকত বিশেষ অ্যালার্ম, বড় টায়ার, ৭.৫ সেন্টিমিটার পুরু জানলা। ১৯৪৬-৮৭ সালের মধ্যে স্তালিনের হেফাজতে ছিল এমন ৩২টি গাড়ি। আশ্চর্যের বিষয়ে, একটি ‘জিস ১১৫’ দু’দিনের বেশি ব্যবহার করতেন না স্তালিন।

জোসেফ স্তালিন, সোভিয়েত: গত শতাব্দীর তিরিশের দশক আর চল্লিশের দশক জুড়ে স্তালিন তখন ক্ষমতার শীর্ষে। তাঁর পছন্দের তালিকায় ছিল কড়া নিরাপত্তায় মোড়া ‘জিস ১১০’ এবং ‘জিস ১১৫’। বুলেটপ্রুফ এই গাড়িগুলি তৈরি হত সাবেক সোভিয়েতের বিশেষ কারখানায়। আট হাজার কিলোগ্রাম ওজনের এই গাড়িগুলিতে থাকত বিশেষ অ্যালার্ম, বড় টায়ার, ৭.৫ সেন্টিমিটার পুরু জানলা। ১৯৪৬-৮৭ সালের মধ্যে স্তালিনের হেফাজতে ছিল এমন ৩২টি গাড়ি। আশ্চর্যের বিষয়ে, একটি ‘জিস ১১৫’ দু’দিনের বেশি ব্যবহার করতেন না স্তালিন।

০৪ ০৬
বেনিতো মুসোলিনি, ইতালি: ইতালির শাসক বেনিতো মুসোলিনি ভালবাসতেন ফ্যান্সি গাড়ি। অ্যাসতুরা চড়ে সফরে সচ্ছন্দ ছিলেন বেনিতো। তবে তাঁর পছন্দের তালিকায় একেবারে প্রথমে ছিল ‘আলফা রোমিও মানজা’। শাসনে থাকাকালীন অসংখ্য রোমিও গাড়ি ছিল তাঁর সংগ্রহশালায়। ১৯৩৯ সালে এমনই একটি আলফা রোমিও নাকি নিজের বান্ধবীকে উপহার দিয়েছিলেন মুসোলিনি।

বেনিতো মুসোলিনি, ইতালি: ইতালির শাসক বেনিতো মুসোলিনি ভালবাসতেন ফ্যান্সি গাড়ি। অ্যাসতুরা চড়ে সফরে সচ্ছন্দ ছিলেন বেনিতো। তবে তাঁর পছন্দের তালিকায় একেবারে প্রথমে ছিল ‘আলফা রোমিও মানজা’। শাসনে থাকাকালীন অসংখ্য রোমিও গাড়ি ছিল তাঁর সংগ্রহশালায়। ১৯৩৯ সালে এমনই একটি আলফা রোমিও নাকি নিজের বান্ধবীকে উপহার দিয়েছিলেন মুসোলিনি।

০৫ ০৬
অ্যাডলফ হিটলার, জার্মানি: অ্যাডলফ হিটলারের সংগ্রহশালায় ছিল ডব্লিউ থার্টি ওয়ান ক্যাটাগরির জি৪। সাতটি আসনের এই গাড়ি প্যারেড এবং নানা অভিযানে তাঁর সঙ্গী হত। তাঁর শাসনকালে ৩০টি জি৪ তৈরি করিয়েছিলেন হিটলার।

অ্যাডলফ হিটলার, জার্মানি: অ্যাডলফ হিটলারের সংগ্রহশালায় ছিল ডব্লিউ থার্টি ওয়ান ক্যাটাগরির জি৪। সাতটি আসনের এই গাড়ি প্যারেড এবং নানা অভিযানে তাঁর সঙ্গী হত। তাঁর শাসনকালে ৩০টি জি৪ তৈরি করিয়েছিলেন হিটলার।

০৬ ০৬
মুয়াম্মর গদ্দাফি, লিবিয়া: অনেকেই হয়তো জানেন না, লিবিয়ার ক্ষমতাচ্যুত একনায়ক মুয়াম্মর গদ্দাফি পছন্দ করতেন গাড়ি। শাসনকালে বিশেষ সংগ্রহশালায় নিজের জন্য ‘লিবিয়ান রকেট’ তৈরি করিয়েছিলেন তিনি। কড়া নিরাপত্তায় মোড়া এই গাড়িটিতে ছিল ২৩০ অশ্বশক্তি ক্ষমতার ইঞ্জিন। তা ছাড়াও তাঁর সংগ্রহে ছিল মার্সিডিজ এস ক্লাস, বুলেটপ্রুফ বিএমডব্লিউ ৭ সিরিজ, ফিয়াট।

মুয়াম্মর গদ্দাফি, লিবিয়া: অনেকেই হয়তো জানেন না, লিবিয়ার ক্ষমতাচ্যুত একনায়ক মুয়াম্মর গদ্দাফি পছন্দ করতেন গাড়ি। শাসনকালে বিশেষ সংগ্রহশালায় নিজের জন্য ‘লিবিয়ান রকেট’ তৈরি করিয়েছিলেন তিনি। কড়া নিরাপত্তায় মোড়া এই গাড়িটিতে ছিল ২৩০ অশ্বশক্তি ক্ষমতার ইঞ্জিন। তা ছাড়াও তাঁর সংগ্রহে ছিল মার্সিডিজ এস ক্লাস, বুলেটপ্রুফ বিএমডব্লিউ ৭ সিরিজ, ফিয়াট।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy