Advertisement
E-Paper

ভারতীয় পড়ুয়াদের জন্য আরও কড়া অস্ট্রেলিয়া, সহজ নয় স্টুডেন্ট ভিসা! দক্ষিণ এশিয়ার চার দেশের জন্য একই নিয়ম

ভিসা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় যা নিয়ম রয়েছে তা ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক’ (এসএসভিএফ)-এর অধীনে। বিভিন্ন বিষয় বিবেচনা করে এর মানদণ্ড নির্ধারণ করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২২:১৩
Australia has tightened checks for student visa applicants from India

ভারতীয় পড়ুয়াদের স্টুডেন্ট ভিসা দেওয়ার ব্যাপারে কড়াকড়ি অস্ট্রেলিয়ায়। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ভারত থেকে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যেতে চাইলে সহজে মিলবে না ভিসা! এ বার থেকে পড়ুয়াদের ভিসা প্রদানে আরও কড়াকড়ি করল অস্ট্রেলিয়া সরকার। তবে সব দেশের জন্য নয়। ভারত থেকে পড়ুয়া ভিসা আবেদনকারীদের উপর নজরদারি বৃদ্ধি করা হল। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে উন্নীত করা হয়েছে। ভারত ছাড়াও, দক্ষিণ এশিয়ার আরও তিন দেশ— নেপাল, ভুটান এবং বাংলাদেশকে একই বন্ধনীতে রেখেছে অস্ট্রেলিয়া। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন সূত্রে খবর, গত ৮ জানুয়ারি থেকে নয়া বিধিনিষেধ কার্যকর হয়েছে।

পড়ুয়াদের ভিসা দেওয়ার ব্যাপারে অস্ট্রেলিয়ার কয়েকটি নির্দিষ্ট স্তর রয়েছে, যাকে ‘এভিডেন্স লেভেল’ বলা হয়। অর্থাৎ, আবেদনকারীকে ভিসার জন্য কী কী প্রমাণপত্র বা নথি দিতে হবে, তা নির্ধারিত হয় এই স্তরের ভিত্তিতে। ভারত আগে দ্বিতীয় স্তরে ছিল। তবে নয়া নির্দেশিকা অনুযায়ী, ভারতকে তৃতীয় স্তরে উন্নীত করা হয়েছে। যার অর্থ, আবেদনকারীকে আরও নথি দিতে হবে তাঁর আবেদনপত্রের সঙ্গে।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হল? ভিসা প্রদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় যা নিয়ম রয়েছে তা ‘সিম্পলিফাইড স্টুডেন্ট ভিসা ফ্রেমওয়ার্ক’ (এসএসভিএফ)-এর অধীনে। জালিয়াতি বা কোনও কারণে ভিসা বাতিলে হার, পড়ুয়া ভিসা নিয়ে অবৈধ ভাবে অস্ট্রেলিয়ায় বাস করা ইত্যাদি বিষয় বিবেচনা করে ঠিক করা হয় ‘এভিডেন্স লেভেল’-এর মানদণ্ড। অস্ট্রেলিয়া চায় না কোনও দেশ থেকে আসা পড়ুয়ারা অসৎ উদ্দেশ্যে তাদের ভিসা ব্যবহার করুক। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ভাল থাকলেও ‘স্টুডেন্ট ভিসা’ দেওয়ার বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত বলে মনে করছে অ্যান্টনি আলবানিজ়ের সরকার।

প্রধানমন্ত্রী আলবানিজ়ের প্রশাসন মনে করে, ‘‘অস্ট্রেলিয়ায় মানসম্মত শিক্ষার পেতে আগ্রহী পড়ুয়াদের সুবিধা প্রদানে বদ্ধপরিকর সরকার। অস্ট্রেলিয়ায় থাকাকালীন সকল বিদেশি শিক্ষার্থী ইতিবাচক মানসিকতা নিয়ে থাকুক এবং উচ্চমানের শিক্ষা অর্জন করুক। তাই সরকার ভিসা প্রদানের ব্যাপারে আরও সতর্ক হচ্ছে।’’ ভারতকে কেন ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে উন্নীত করা হল, তা নিয়ে অস্ট্রেলিয়া সরকারের তরফে সুষ্পষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে অনেকের মতে, ভারত থেকে আসা পড়ুয়ারা অস্ট্রেলিয়ায় নানাবিধ ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িয়ে পড়ছে বলে অভিযোগ। সেই কারণে ভারতীয় পড়ুয়াদের ভিসা দেওয়ার ব্যাপারে আরও কড়াকড়ি হচ্ছে অস্ট্রেলিয়া সরকার। শুধু তা-ই নয়, সাম্প্রতিক সময়ে ‘স্টুডেন্ট ভিসা’ আবেদনের সময়ে ‘জাল ডিগ্রি’ প্রদানের অভিযোগ উঠেছে বহু ভারতীয় আবেদনকারীর বিরুদ্ধে। সেই বিষয় প্রকাশ্যে আসার কারণে এই সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

নতুন নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাওয়ার জন্য কোনও ভারতীয় পড়ুয়া ভিসার আবেদন করলে, তাঁর নথি আরও কঠোর ভাবে যাচাই করা হবে। চাওয়া হতে পারে অতিরিক্ত নথিও। আবেদনকারীদের ইতিহাস যাচাই করে দেখা হবে। ব্যাঙ্ক নথিগুলিও কড়া ভাবে পর্যবেক্ষণ করা হতে পারে।

Student Visa Student Visa Rules Australia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy