Advertisement
E-Paper

দু’বার জ্ঞান হারান ধনখড়, ভর্তি করানো হল এমসে! এমআরআই হবে প্রাক্তন উপরাষ্ট্রপতির

শৌচাগারে যাওয়ার সময় জ্ঞান হারান প্রাক্তন উপরাষ্ট্রপতি। এক বার নয়, পর পর দু’বার একই ঘটনা ঘটে। কী কারণে ধনখড় জ্ঞান হারান, তা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। তাঁর এমআইআর করানো হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৮:০০
Ex-Vice President Jagdeep Dhankhar admitted to AIIMS after two bouts of unconsciousness

প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। — ফাইল চিত্র।

দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় আবার অসুস্থ। তাঁকে দিল্লির এমসে ভর্তি করানো হয়েছে। কী হয়েছে ধনখড়ের তা এখনও স্পষ্ট নয়। তবে এক আধিকারিক জানিয়েছেন, নিজের বাসভবনের শৌচাগারে যাওয়ার সময় দু’বার জ্ঞান হারান তিনি।

ধনখড়ের বয়স ৭৪। ওই আধিকারিক জানান, গত ১০ জানুয়ারি, শনিবার শৌচাগারে যাওয়ার সময় জ্ঞান হারান প্রাক্তন উপরাষ্ট্রপতি। এক বার নয়, পর পর দু’বার একই ঘটনা ঘটে। কী কারণে ধনখড় জ্ঞান হারান, তা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। তাঁর এমআইআর করানো হবে।

সোমবার নিয়মিত চেকআপের জন্য এমসে যান ধনখড়। অজ্ঞান হওয়ার বিষয়টি চিকিৎসকদের জানান তিনি। তার পরেই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। ওই আধিকারিক জানান, এমআইআর ছাড়াও আরও কয়েকটি চিকিৎসা করানো হবে ধনখড়ের। সব রিপোর্ট খতিয়ে দেখার পরই চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরবর্তী তথ্য প্রদান করবেন। এই প্রথম নয়, অতীতেও কয়েক বার জ্ঞান হারিয়ে ফেলেন ধনখড়। বেশ কয়েক সরকারি অনুষ্ঠানের মাঝেও এমন ঘটনা ঘটেছে।

পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। পর দিন সকালেই সেই ইস্তফা গৃহীত হয়। ধনখড় ইস্তফাপত্রে লিখেছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই এই পদ ছাড়ার সিদ্ধান্ত।

Jagdeep Dhankhar AIIMS
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy