দ্বাদশ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে চলন্ত গাড়ির মধ্যে গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানে বিকানেরে। সোমবার পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৬ জানুয়ারি। তবে ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে রবিবার। ওই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৬ জানুয়ারি স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীর রাস্তা আটকান দুই যুবক। কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। তার পরেই আচমকা ওই তরুণীকে একটি গাড়িতে তুলে এলাকা ছাড়েন তাঁরা। ঘটনাটি ঘটে বিকানের নাপাসার এলাকায়।
নির্যাতিতার দাবি, তাঁকে মুখ চেপে গাড়িতে তোলা হয়েছিল। চিৎকার করার সুযোগ পাননি তিনি। কয়েক ঘণ্টা গাড়ি চলে। গাড়ির মধ্যেই একে একে অভিযুক্তেরা তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। গাড়ি যখন পার্শ্ববর্তী গ্রামে ঢোকে তখন গ্রামবাসীদের সন্দেহ হয়। তাঁরা গাড়িটি দাঁড় করান। তখন চিৎকার করে কোনও ক্রমে বাইরে বেরিয়ে আসেন নির্যাতিতা। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্তেরা।
আরও পড়ুন:
নাপাসার থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক পুলিশকর্তা গঙ্গাশাহার হিমাংশু শর্মা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, নির্যাতিতার বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়। তাঁর বয়স ১৮ বছরের বেশি। তবে অভিযুক্তের বয়স সম্পর্কে কোনও ধারণা মেলেনি। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশকর্তা।