Advertisement
১১ মে ২০২৪

ভারত-চিন মৈত্রী জরুরি: জয়শঙ্কর

মোদীর জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন করা হলে, বিদেশমন্ত্রী বলেন, ‘‘আমেরিকায় বিষয়টির বিচ্ছিন্ন অর্থ রয়েছে। কিন্তু ভারতে, জাতীয়তাবাদ একটি ইতিবাচক শব্দ।’’

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইল চিত্র

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০৩:৫৭
Share: Save:

ভারত এবং চিনের সম্পর্কে সহযোগিতা এবং প্রতিযোগিতা— দু’টোই একসঙ্গে মিশে। কিন্তু পশ্চিম বিশ্বের সঙ্গে পাল্লা দিতে ভারত এবং চিনের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। আজ ফরাসি সংবাদপত্র ল্য মঁদ-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চিন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘বিশ্ব ব্যবস্থায় আমরা প্রতিযোগিতা এবং সহযোগিতার খুব উল্লেখযোগ্য মিশ্রণ দেখতে পাই। কারণ প্রতিটি দেশ তার নিজের স্বার্থ দেখে। যদি শুধু প্রতিযোগিতাই থাকে, তা হলে আন্তর্জাতিক ব্যবস্থাই তো ভেঙে পড়বে। নিজেদের স্বার্থেই আমাদের বন্ধুত্ব বজায় রাখা প্রয়োজন।’’

মোদীর জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন করা হলে, বিদেশমন্ত্রী বলেন, ‘‘আমেরিকায় বিষয়টির বিচ্ছিন্ন অর্থ রয়েছে। কিন্তু ভারতে, জাতীয়তাবাদ একটি ইতিবাচক শব্দ। জাতীয়তাবাদীরাই ঔপনেবিশকতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তা ছাড়া, ভারতে জাতীয়তাবাদ থেকেই আন্তর্জাতিকতা তৈরি হয়।’’ এর পরেই পশ্চিম বিশ্বের দিকে তর্জনি নির্দেশ করে বিদেশমন্ত্রী বক্তব্য, ‘‘সমস্যা হল আপনারা আমাদের উপর নিজেদের চিন্তাভাবনা চাপাতে চান!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

S Jaishankar India Chin Friendship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE