Advertisement
E-Paper

ইসলামি সম্মেলনেও পাকিস্তানের বিরুদ্ধে সরব সুষমা স্বরাজ

সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানোয় এ দিন বৈঠকে যোগ দেয়নি পাকিস্তান। বিশ্বের বাকি ইসলামি দেশগুলির প্রতিনিধিরা হাজির থাকলেও, তাদের আসন খালি পড়ে ছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১৫:২৮
আবুধাবিতে ভাষণ দিচ্ছেন সুষমা স্বরাজ। ছবি: বিদেশমন্ত্রকের টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

আবুধাবিতে ভাষণ দিচ্ছেন সুষমা স্বরাজ। ছবি: বিদেশমন্ত্রকের টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

পুলওয়ামা কাণ্ড নিয়ে টানাপড়েন চলছেই। তার মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নাম না করে পাকিস্তানকে তুলোধনা ভারতের। ইসলামিক দেশগুলিকে নিয়ে আবুধাবিতে ‘অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন’ বৈঠক বসেছে। তাতে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। সেখানেই শুক্রবার পাকিস্তানকে তুলোধনা করেছেন সুষমা। নাম না করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন।

সুষমা স্বরাজকে আমন্ত্রণ জানানোয় এ দিন বৈঠকে যোগ দেয়নি পাকিস্তান। বিশ্বের বাকি ইসলামি দেশগুলির প্রতিনিধিরা হাজির থাকলেও, তাদের আসন খালি পড়ে ছিল। সেই ফাঁকা আসনের সামনেই এ দিন ভাষণ দেন সুষমা স্বরাজ। তিনি বলেন, “মানবজীবনকে রক্ষা করতে হলে, যে সমস্ত দেশ সন্ত্রাসে মদত দিচ্ছে, তাদের সতর্ক করতে হবে। বলতে হবে, দেশের মাটিতে জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়া যাবে না। সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতে হবে এবং দেশের মাটিতে যে জঙ্গি শিবিরগুলি রয়েছে, অবিলম্বে সেগুলি গুঁড়িয়ে দিতে হবে।”

তবে লড়াইটা সন্ত্রাসের বিরুদ্ধে, কোনও নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়, সেটাও স্পষ্ট জানিয়ে দেন সুষমা স্বরাজ। ঋগ্বেদ, কোরান এবং গুরু গ্রন্থ সাহিব থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, “সন্ত্রাস এবং উগ্রপন্থা নানা নামে পরিচিত। নানাকাজে সেগুলিকে ব্যবহার করা হয়। কিন্তু সব ক্ষেত্রেই ধর্মীয় আদর্শের বিকৃতি ঘটিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে উদ্দেশ্যসাধন করা হয়।”তাঁর কথায়, “মুসলিম ভাই-বোনেদের নিয়েই বৈচিত্র্যপূর্ণ ভারত গড়ে উঠেছে। তাঁরা নিজেদের ধর্মাচরণ করেন এবং অমুসলিম ভাই-বোনদের সঙ্গে মিলেমিশে থাকেন। এই বৈচিত্র্য এবং সহাবস্থানের জন্যই মৌলবাদ ও চরমপন্থা ভারতীয় মুসলিমদের প্রভাবিত করতে পারেনি।”

আরও পড়ুন: ফের সক্রিয় হয়ে উঠছে আলকায়দা, লাদেনপুত্রের খোঁজে পুরস্কার ঘোষণা আমেরিকার​

আরও পড়ুন: অভিনন্দনের বাবা-মাকে বিমানেই সহযাত্রীদের কুর্নিশ​

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপি কনভয়ে জঙ্গি হামলার পর থেকে পড়শি দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। পাকিস্তানি জঙ্গিরাই পুলওয়ামায় হামলা ঘটিয়েছে বলে বরাবর দাবি করে এসেছে ভারত। তবে শুরু থেকেই সেই দাবি অস্বীকার করে এসেছে ইমরান খানের সরকার।

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

India-Pakistan Conflict Sushma Swaraj OIC Abu Dhabi Terrorism Imran Khan Pulwama Terror Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy