Advertisement
০৩ ডিসেম্বর ২০২৫
Happyness Index

সুখে নেই ভারত, সুখী দেশের তালিকায় ১৪০-এ ভারত, আগে প্রতিবেশীরাও

টানা দ্বিতীয় বার সুখী দেশের তালিকায় শীর্ষ স্থানে থাকল ফিনল্যান্ড। তার পরেই আছে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ১৮:৪২
Share: Save:
০১ ০৮
ভাল নেই ভারত, ভাল নেই ভারতের মানুষ। ২০১৭-র থেকে ২০১৮তে সুখ এবং খুশি, দুই-ই কমেছে ভারতীয়দের।  কোন দেশের মানুষ কতটা খুশি আছেন, তাই নিয়ে একটি রিপোর্ট সামনে এনেছে রাষ্ট্রপুঞ্জ। সেখানেই দেখা যাচ্ছে সুখী দেশের তালিকায় ভারতের স্থান এখন ১৪০ নম্বরে। গত বছর প্রকাশিত তালিকায় ভারত ছিল ১৩৩ নম্বরে।

ভাল নেই ভারত, ভাল নেই ভারতের মানুষ। ২০১৭-র থেকে ২০১৮তে সুখ এবং খুশি, দুই-ই কমেছে ভারতীয়দের। কোন দেশের মানুষ কতটা খুশি আছেন, তাই নিয়ে একটি রিপোর্ট সামনে এনেছে রাষ্ট্রপুঞ্জ। সেখানেই দেখা যাচ্ছে সুখী দেশের তালিকায় ভারতের স্থান এখন ১৪০ নম্বরে। গত বছর প্রকাশিত তালিকায় ভারত ছিল ১৩৩ নম্বরে।

০২ ০৮
২০ মার্চ হল বিশ্ব সুখ দিবস। এই দিনেই এই রিপোর্টটি প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের সাসটেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। ২০১২ সাল থেকে এই দিনটি পালন করছে রাষ্ট্রপুঞ্জ।

২০ মার্চ হল বিশ্ব সুখ দিবস। এই দিনেই এই রিপোর্টটি প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের সাসটেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। ২০১২ সাল থেকে এই দিনটি পালন করছে রাষ্ট্রপুঞ্জ।

০৩ ০৮
মানুষের গড় আয়, স্বাধীনতা, আস্থা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং মনের উদারতা, এই ছ’টি বিষয়ের উপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে।

মানুষের গড় আয়, স্বাধীনতা, আস্থা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং মনের উদারতা, এই ছ’টি বিষয়ের উপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে।

০৪ ০৮
পৃথিবীর মোট ১৫৬টি দেশকে নিয়ে তৈরি হয়েছে এই তালিকা। সেখানেই দেখা যাচ্ছে, সারা পৃথিবী জুড়েই খুশিতে থাকা মানুষের সংখ্যা কমছে। পৃথিবীতে বাড়ছে চিন্তা, উদ্বেগ, রাগ এবং দুঃখ। ভারতে অবশ্য এই খারাপ থাকার প্রবণতা আরও বেশি। তাই ১৩৩ থেকে নেমে গিয়ে ভারত এখন ১৪০ নম্বরে।

পৃথিবীর মোট ১৫৬টি দেশকে নিয়ে তৈরি হয়েছে এই তালিকা। সেখানেই দেখা যাচ্ছে, সারা পৃথিবী জুড়েই খুশিতে থাকা মানুষের সংখ্যা কমছে। পৃথিবীতে বাড়ছে চিন্তা, উদ্বেগ, রাগ এবং দুঃখ। ভারতে অবশ্য এই খারাপ থাকার প্রবণতা আরও বেশি। তাই ১৩৩ থেকে নেমে গিয়ে ভারত এখন ১৪০ নম্বরে।

০৫ ০৮
এই নিয়ে টানা দ্বিতীয় বার সুখী দেশের তালিকায় শীর্ষ স্থানে থাকল ফিনল্যান্ড। তার পরেই আছে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডস।

এই নিয়ে টানা দ্বিতীয় বার সুখী দেশের তালিকায় শীর্ষ স্থানে থাকল ফিনল্যান্ড। তার পরেই আছে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডস।

০৬ ০৮
যুদ্ধ, দাঙ্গা এবং খরা বিধ্বস্ত সুদান এই তালিকায় সব থেকে নিচে, ১৫৬ নম্বরে।  তালিকায় ভারতের পরেই আছে আফ্রিকার বিভিন্ন দেশ।

যুদ্ধ, দাঙ্গা এবং খরা বিধ্বস্ত সুদান এই তালিকায় সব থেকে নিচে, ১৫৬ নম্বরে। তালিকায় ভারতের পরেই আছে আফ্রিকার বিভিন্ন দেশ।

০৭ ০৮
আফ্রিকার দেশগুলির মধ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আছে ১৫৫ নম্বরে। এর পরই রোয়ান্ডা (১৫২), তানজানিয়া (১৫৩) এবং আফগানিস্তান (১৫৪)। পৃথিবীর অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও এই তালিকায় ১৬ নম্বরে জায়গা পেয়েছে আমেরিকা।

আফ্রিকার দেশগুলির মধ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আছে ১৫৫ নম্বরে। এর পরই রোয়ান্ডা (১৫২), তানজানিয়া (১৫৩) এবং আফগানিস্তান (১৫৪)। পৃথিবীর অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও এই তালিকায় ১৬ নম্বরে জায়গা পেয়েছে আমেরিকা।

০৮ ০৮
ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে প্রায় সবাই ভারতের আগে। খুশি দেশের তালিকায় পাকিস্তান আছে ৬৭ নম্বরে, বাংলাদেশে ১২৫ নম্বরে এবং চিন ৯৩ নম্বরে, ভুটান ৯৫ নম্বরে এবং শ্রীলঙ্কা ১৩০ নম্বরে।

ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে প্রায় সবাই ভারতের আগে। খুশি দেশের তালিকায় পাকিস্তান আছে ৬৭ নম্বরে, বাংলাদেশে ১২৫ নম্বরে এবং চিন ৯৩ নম্বরে, ভুটান ৯৫ নম্বরে এবং শ্রীলঙ্কা ১৩০ নম্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy