Advertisement
২৬ এপ্রিল ২০২৪
UNSC

রাষ্ট্রপুঞ্জে আবার প্রার্থী ভারত, নজর সন্ত্রাস ও কোভিডে

কোভিড কী ভাবে অর্থনীতি এবং ভূকৌশলগত ক্ষেত্রে ধাক্কা মেরেছে সেই প্রসঙ্গ তুলে বিদেশমন্ত্রী বলেন, পাঁচটি ‘এস’ কে সামনে নিয়ে আসার পরিকল্পনা করেছে ভারত।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইলচিত্র

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইলচিত্র

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০৪:৫৭
Share: Save:

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচটি অস্থায়ী আসনে নির্বাচন ১৭ জুন। এশিয়া প্যাসিফিক ব্লক থেকে একা ভারতই প্রতিনিধিত্ব করছে, ফলে অষ্টম বারের জন্য জয়লাভ কার্যত নিশ্চিত। আজ নিরাপত্তা পরিষদ নির্বাচনে ভারতের ইস্তাহার-সহ একটি পুস্তিকা প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়, “গোটা বিশ্বে সংঘাত বেড়ে গিয়েছে। দশ বছর আগে আমরা প্রথম বার নিরাপত্তা পরিষদে নির্বাচিত হই। তখন থেকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রশ্নে বারবার চ্যালেঞ্জ এসেছে। অভ্যন্তরীণ প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়ার ক্ষেত্রেও চাপ এবং সংঘাত বেড়েছে। “সন্ত্রাসবাদ এবং কোভিডের কারণে তৈরি হওয়া বিভিন্ন রাষ্ট্রের উপর অস্বাভাবিক চাপের কথাও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী। সন্ত্রাসবাদ নিয়ে তাঁর বক্তব্য, “আন্তর্জাতিক সন্ত্রাসের বিরুদ্ধে হাতেকলমে এবং নির্দিষ্ট ফলাফলমুখী ব্যবস্থা নিলে কার্যকরী সাড়া মিলবে।’’

কোভিড কী ভাবে অর্থনীতি এবং ভূকৌশলগত ক্ষেত্রে ধাক্কা মেরেছে সেই প্রসঙ্গ তুলে বিদেশমন্ত্রী বলেন, পাঁচটি ‘এস’ কে সামনে নিয়ে আসার পরিকল্পনা করেছে ভারত। সেগুলি হল সম্মান, সংবাদ, সহযোগিতা, শান্তি, সমৃদ্ধি। পাশাপাশি নতুন বিশ্ব ব্যবস্থায় বহুপাক্ষিক সংস্থাগুলির সংস্কারের কথা বলেছেন জয়শঙ্কর। তাঁর কথায় “আন্তর্জাতিক সংস্থাগুলিতে সুষম প্রতিনিধিত্ব নেই। সংস্কারেরও প্রয়োজন। আর সে কারণেই তারা আশানুরূপ ফল দিতে পারছে না। “করোনা সংক্রমণ নিয়ে অস্বচ্ছতার অভিযোগে গোটা বিশ্বের আঙুল চিনের দিকে, প্রশ্ন উঠছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়েও। তাৎপর্যপূর্ণ ভাবে বিদেশমন্ত্রী বলেছেন, “আইনের শাসন মান্য করে গণতন্ত্র এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক অবদান রেখেছে ভারত। দিল্লি নতুন এবং পুরনো ত্রুটিগুলি দূর করার অন্য শরিক দেশগুলির সঙ্গে গঠনমূলক ভাবে কাজ করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

UNSC S Jaishankar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE