ফের এক ভারতীয় বংশোদ্ভূত বসলেন বাইডেনের প্রশাসনে। শুক্রবার ভারত-মার্কিন বংশোদ্ভূত মালা আডিগাকে হবু ‘ফার্স্ট লেডি’, অর্থাৎ জিল বাইডেনের নীতি নির্ধারকের পদে বসান হল। দক্ষিণ এশিয়ায় শিকড় আছে, এমন মানুষেরা বাইডেনের প্রশাসনে বিশেষ গুরুত্ব পেতে চলেছেন, সেটা আগাগোড়াই বোঝা গিয়েছিল। ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নির্বাচন থেকে শুরু করে বাইডেনের মন্ত্রিসভায় স্থান পাওয়া অরুণ মজুমদার, তালিকা দীর্ঘ। এবার সেই তালিকাতেই যুক্ত হলেন মালা।
বস্তুত, মালা আডিগার সঙ্গে বাইডেনদের সম্পর্ক অনেক দিনের। বাইডেন-কমলা হ্যারিস প্রচারের সিনিয়র পলিসি অ্যাডভাইজার হিসাবে কাজ করেছিলেন তিনি। ছিলেন বাইডেন ফাউন্ডেশনের হায়ার এডুকেশন অ্যান্ড মিলিটারি ফ্যামিলিজ বিভাগের প্রধান হিসেবেও। বারাক ওবামার প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ডেমোক্র্যাটদের প্রচারে বরাবরই কৃষ্ণাঙ্গ, এশিয়ার বংশোদ্ভুত মানুষেরা প্রাধান্য পেয়ে এসেছেন। বাইডেন শুরু থেকেই একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছেন। তামিলনাড়ুর আদি বাসিন্দা কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট পদে বসানো বা বাঙালি অধ্যাপক অরুণাভ ওরফে অরুণ মজুমদারকে মন্ত্রিসভায় নিয়ে আসা তার সবথেকে বড় উদাহরণ।
আরও পডুন: বাইডেন দিগন্তে অরুণ-উদয়, বাঙালি আবার জগৎসভার শ্রেষ্ঠ আসনে