Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মগজ চুরি করে অনলাইনে বিক্রি

চিকিৎসা জাদুঘরে ঢুকে সংরক্ষণ করা মানুষের মগজ চুরি করেই হাল ছাড়েননি বছর তেইশের ডেভিড চার্লস। চটপট সেগুলো একটি অনলাইন সাইটে বিক্রিও করে ফেলেছিলেন। মার্কিন মুলুকের ইন্ডিয়ানাপোলিসে ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে। সে বছরের ডিসেম্বরে চার্লসকে গ্রেফতারও করা হয়।

সংবাদ সংস্থা
ইন্ডিয়ানাপোলিস শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৫ ০২:০৭
Share: Save:

চিকিৎসা জাদুঘরে ঢুকে সংরক্ষণ করা মানুষের মগজ চুরি করেই হাল ছাড়েননি বছর তেইশের ডেভিড চার্লস। চটপট সেগুলো একটি অনলাইন সাইটে বিক্রিও করে ফেলেছিলেন। মার্কিন মুলুকের ইন্ডিয়ানাপোলিসে ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালে। সে বছরের ডিসেম্বরে চার্লসকে গ্রেফতারও করা হয়। সে সময় অপরাধ কবুল করেননি তিনি। তবে দু’বছর বাদে সম্প্রতি ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ স্বীকার করেছেন চার্লস। তাঁকে এক বছর গৃহবন্দি থাকার সাজা শুনিয়েছেন ম্যাজিস্ট্রেট।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে একাধিক বার ইন্ডিয়ানার মেডিক্যাল হিস্ট্রি মিউজিয়ামে ঢুকে সংরক্ষণ করা বেশ কয়েকটি মানুষের মগজ চুরি করেন চার্লস। চুরি করেন মানবদেহের টিস্যুও। একটি অনলাইন সাইটে ৬০০ ডলার খরচ করে এমনই ছ’টি জারবন্দি মানুষের মগজের অংশ কিনেছিলেন সান দিয়েগোর বাসিন্দা এক ব্যক্তি। কিন্তু চার্লস ধরা পড়লেন কী ভাবে?

ইন্টারনেট ঘেঁটে সান দিয়েগোর ওই ব্যক্তি বুঝতে পেরে যান, তাঁর কেনা মগজের সঙ্গে মেডিক্যাল হিস্ট্রি মিউজিয়াম থেকে চুরি যাওয়া মগজের মিল রয়েছে। এর পরেই পুলিশে খবর দেন তিনি। ধরা পড়েন চার্লস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE