Advertisement
২৭ এপ্রিল ২০২৪
IS

আইএসে ভারতীয়ও, রিপোর্ট রাষ্ট্রপুঞ্জের

আইএস-এর ‘ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট-খোরাসান’ নামে ওই সংগঠনটি আফগানিস্তান এবং পাকিস্তানে সক্রিয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
কাবুল শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৯
Share: Save:

২০১৯ সালে আফগানিস্তানে যে ১৪ হাজার আইএস জঙ্গি আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে বেশ কয়েক জন ভারতীয়ও রয়েছে বলে দাবি করা রাষ্ট্রপুঞ্জের এক রিপোর্টে। যদিও ঠিক ক’জন, রিপোর্টে সেই সংখ্যাটি ভাঙা হয়নি।

আইএস-এর ‘ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট-খোরাসান’ নামে ওই সংগঠনটি আফগানিস্তান এবং পাকিস্তানে সক্রিয়। গত বছর সংগঠনটির ১৪ হাজারের উপর জঙ্গি আফগানিস্তান সরকারের কাছে আত্মসমর্পণ করে। এরা সকলেই কালো তালিকাভুক্ত ছিল। জানুয়ারি ২০২০-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আত্মসমর্পণকারী বেশির ভাগ জঙ্গিই আফগানিস্তানের বাসিন্দা। তবে বিদেশিদের সংখ্যাও নেহাত কম নয়। ভারতীয়রা ছাড়াও সেই তালিকায় রয়েছে কানাডা, ফ্রান্স, মলদ্বীপ, পাকিস্তান, তুরস্কের মতো আরও বেশ কয়েকটি দেশের নাগরিকেরা।

ওই রিপোর্ট অনুযায়ী, আফগান বাহিনী এবং তালিবানের দাপটে প্রায় অনেকটাই কোণঠাসা সংগঠনটি। ২০১৫ সালে প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠনটির এখন মোট সদস্য সংখ্যা ২,৫০০ এসে দাঁড়িয়েছে। তবে দলটি জামাত-উল-আহরার, তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং লস্কর-ইসলামের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে আইএস-এর সংগঠনটি। বিষয়টি যথেষ্ঠ আশঙ্কার বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IS Terrorists
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE