Advertisement
০৫ মে ২০২৪

ইজরায়েলকে কেরির তোপ

প্যালেস্তাইনে বসতি বাড়ানো নিয়ে এ বার ইজরায়েলকে তোপ দাগলেন মার্কিন বিদেশসচিব জন কেরি। জবাব দিয়েছে ইজরায়েলও। দুই মিত্র দেশের সম্পর্কে এমন তিক্ততার নজির বিশেষ নেই বলেই মত কূটনীতিকদের।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬ ০৩:০১
Share: Save:

প্যালেস্তাইনে বসতি বাড়ানো নিয়ে এ বার ইজরায়েলকে তোপ দাগলেন মার্কিন বিদেশসচিব জন কেরি। জবাব দিয়েছে ইজরায়েলও। দুই মিত্র দেশের সম্পর্কে এমন তিক্ততার নজির বিশেষ নেই বলেই মত কূটনীতিকদের।

আন্তর্জাতিক মতের তোয়াক্কা না করেই প্যালেস্তাইনে বসতি বা়ড়াচ্ছে ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমলে তাতে আরও গতি এসেছে। বিষয়টি নিয়ে আগে আমেরিকা সে ভাবে কখনওই চাপ দেয়নি ইজরায়েলকে। কিন্তু সম্প্রতি ইজরায়েলি বসতির সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে বারাক ওবামা প্রশাসন। ইজরায়েলের পদক্ষেপের সমালোচনাও করেছিল আমেরিকা। কিন্তু নেতানিয়াহু তাতে কাজ হয়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী, প্যালেস্তাইনিদের ভূমিতে ইজরায়েলের এই বসতি অবৈধ। সম্প্রতি এ নিয়ে রাষ্ট্রপুঞ্জে মিশরের আনা ইজরায়েল-বিরোধী একটি প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নেয়নি আমেরিকা। এ ভাবেই ইজরায়েলকে কড়া বার্তা দেয় ওবামা প্রশাসন।

তার পরেই দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হয়। আজ বিদায়ী মার্কিন বিদেশসচিব জন কেরি বলেন, ‘‘ইজরায়েল ও প্যালেস্তাইন, এই দুই রাষ্ট্র পাশাপাশি থাকলে তবেই ওই অঞ্চলে শান্তি বজায় থাকবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যে এই মত সমর্থন করেন। কিন্তু তাঁর সরকারের দক্ষিণপন্থীরা প্যালেস্তাইনের অস্তিত্ব মানতে রাজি নন।’’ নেতানিয়াহুর জবাব, ‘‘প্রশ্নটা ইজরায়েলের অস্তিত্বের। প্যালেস্তাইনিরা কখনওই ইজরায়েলের অস্তিত্ব মানেননি। হয়তো মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে মাথা ঘামাতে রাজি নন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

John kerry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE