Advertisement
E-Paper

লেজার হানায় চোখ হারাতে বসেছেন বিমান-চালক

নিরাপদে অবতরণ করছিল বিমানটি। ঘটনাস্থল লন্ডনের সদা ব্যস্তময় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর। সেই সময় লেজারের আলোয় ক্ষতিগ্রস্ত হয় ব্রিটিশ এয়ারওয়েজের এক সহকারী বিমান-চালকের চোখ। ক্ষতিটা এতটাই বেশি যে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন ওই ব্যক্তি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৫ ১২:৫০
Share
Save

নিরাপদে অবতরণ করছিল বিমানটি। ঘটনাস্থল লন্ডনের সদা ব্যস্তময় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর। সেই সময় লেজারের আলোয় ক্ষতিগ্রস্ত হয় ব্রিটিশ এয়ারওয়েজের এক সহকারী বিমান-চালকের চোখ। ক্ষতিটা এতটাই বেশি যে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন ওই ব্যক্তি। তবে পরিচয় গোপন রাখা হয়েছে জখম সহকারী বিমান-চালকের।
লন্ডনের এই ঘটনার কথা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিমান চালক মহলে। এত শক্তিশালী লেজার কে বা কারা আনল আর সেটা বিমানবন্দরের মতো জনবহুল জায়গায় ব্যবহারই বা কী উদ্দেশ্যে করা হল, সেই প্রশ্নগুলিই ভাবাচ্ছে সকলকে।
ব্রিটিশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিম ম্যাকআসলান জানান, বিমানটি হিথরো বিমানবন্দরে নামছিল। ককপিটে ছিলেন আক্রান্ত ওই সহকারী বিমান-চালক। অভিযোগ, সেই সময় ককপিটের কাঁচ ভেদ করে লেজার আলো ঢোকে। সেই আলোতেই চোখের ক্ষতি হয় তাঁর। সম্ভবত সেনাবাহিনীতে যে মাত্রার লেজার ব্যবহার করা হয়, এ ক্ষেত্রে সেই রকমের লেজার ব্যবহার করা হয়েছিল। চোখের ক্ষতি এতটাই হয় যে ওই ঘটনার পর পরই উত্তর লন্ডনের শেফিল্ডে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর একটি চোখের রেটিনা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তার পর থেকে এখনও পর্যন্ত কাজে যোগ দিতে পারেননি ওই ব্যক্তি।
এই ঘটনার পরই আতঙ্কিত বিমান চালকরা। ইদানিং শক্তিশালী লেজার পেনের সাহায্যে বিমান-চালকদের বিরুদ্ধে লেজার হানা ক্রমশ বাড়ছে। তাই লেজার হানায় রেটিনা হারালে কী ভাবে কাজ করবেন ভেবেই চিন্তিত তাঁরা। বিমানবন্দরে লেজার কে আনল এবং কী কারণে তা জানতে রহস্যের সমাধানে ইতিমধ্যে তদন্ত কমিশনও গঠন করা হয়েছে।

london british airways co-pilot laser damage eye
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy