Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৭ অক্টোবর ২০২২ ই-পেপার

URL Copied

আন্তর্জাতিক

হরিণ শাবককে সযত্নে সামলাচ্ছে সিংহী! বিরল দৃশ্য ভাইরাল নেট দুনিয়ায়

নিজস্ব প্রতিবেদন
২১ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২০
খাদ্য-খাদক সম্পর্কের তত্ত্ব এই ছবির সামনে মিথ্যে প্রমাণ হয়েছে। সিংহী পরম যত্নে সামলাচ্ছে একটি হরিণ শাবককে। এমনই বিরল ঘটনার ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায়। আসুন দেখে নেওয়া যাক তারই কয়েক ঝলক।

এমন বিরল ঘটনার ছবি ধরা পড়েছে নামিবিয়ার ইতোশা ন্যাশনাল পার্কে। ১৯ ফেব্রুয়ারি নিজের টুইটার অ্যাকাউন্টে এই ছবিগুলি পোস্ট করেছেন নিউইয়র্কের ফটোগ্রাফার গর্ডন ডোনোভ্যান।
Advertisement
ডেইলি মেল-এ প্রকাশিত খবর অনুযায়ী, এই ছবিগুলি ক্যামেরাবন্দি করার জন্য দু’ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে গর্ডনকে।

গর্ডন জানান, সিংহীটি যখন হরিণ শাবকটিকে নিজের থাবার মধ্যে আগলে চাটছিল, তখন তাঁরও মনে হয়েছিল এটা হয়তো ‘ভোজের প্রস্তুতি’। কিন্তু এমন কিছুই ঘটেনি। বরং, অন্যান্য সিংহীদের আক্রমণ থেকে সমানে হরিণ শাবকটিকে আগলে রাখে সিংহীটি।
Advertisement
গর্ডন ইতোশা ন্যাশনাল পার্কের এক গাইডের থেকে জানতে পারেন, সম্প্রতি অন্য দলের একটি সিংহ এই সিংহীটির শাবককে মেরে ফেলে। এর পরই এই বিরল দৃশ্য ধরা পড়ল ইতোশা ন্যাশনাল পার্কে।